আসানসোলের চিনাকুড়ির শুট আউট কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত !

বৃহস্পতিবার, ১২ই অক্টোবর ২০২৩

ব্যুরো নিউজ, নিউজ বাংলা ডিজিটাল :বড় সাফল্য পেল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ।আসানসোলের চিনাকুড়িতে বুধবার সাত সকালেই শুট আউটে এক ব্যাবসায়ী শম্ভুনাথ মিশ্রের  মর্মান্তিক মৃত্যু হয়।ব্যাবসায়ী খুনের ২৪ ঘন্টার মধ্যেই মৃত ব্যবসায়ীর মেয়ের অভিযোগের ভিত্তিতে মহম্মদ শামীম নামের এক ব্যক্তি কে শম্ভুনাথ মিশ্রের খুনের সঙ্গে জড়িত সন্দেহ নিয়ামত ফাঁড়ির পুলিশ তাকে গ্রেফতার করে ।সূত্রের খবর মৃত শম্ভুনাথ মিশ্রের মেয়ে নাকি পুলিশ কে অভিযোগ করে এই মহম্মদ শামীম ই তার বাবাকে সুপারি কিলার দিয়ে খুন করায়। শম্ভুনাথ মিশ্রের মেয়ের দাবি তার বাবা শম্ভুনাথ মিশ্রের কাছ থেকে সুদে ধার নেন মহম্মদ শামীম। তারপর সেই সুদ দেওয়া কে কেন্দ্র করে দুজনের মধ্যে অশান্তি চলছিল। শম্ভুনাথ মিশ্রের মেয়ের আরো দাবি এই মহম্মদ শামীম ই তার বাবাকে সুপারি কিলার দিয়ে খুন করায়। পুলিশ শম্ভুনাথ মিশ্রের মেয়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত মহম্মদ শামীম কে গত গ্রেফতার করে বৃহস্পতিবার আসানসোল আদালতে হাজির করে। পুলিশ সূত্রে জানা গেছে পুলিশ আদালতের নির্দেশে নিজেদের হেফাজতে নিয়ে মহম্মদ শামীমকে দিয়ে খোঁজ চালাবে সেই সুপারি কিলারকে ধরতে যে ছয় রাউন্ড গুলি ছুঁড়ে ব্যবসায়ী শম্ভুনাথ মিশ্রের মৃত্যু নিশ্চিত  করে চম্পট দেয়।  পুলিশ সব দিক খতিয়ে দেখে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।  সমস্ত জট কাটিয়ে পুলিশ আসল রহস্য উন্মোচন করতে জোর তৎপরতা শুরু করেছে বলে জানা গেছে।

 

error: Content is protected !!