অভিষেক বন্দোপাধ্যায় সহ তৃণমূল নেতাদের দিল্লীতে হেনস্থার প্রতিবাদে গোগলায় প্রতিবাদ মিছিল

 

বুধবার,৪ই অক্টোবর ২০২৩

ব্যুরো নিউজ নিউজ বাংলা ডিজিটাল : কেন্দ্র সরকার অন্যায় ভাবে পশ্চিমবঙ্গের আবাস যোজনার ও ১০০ দিনের বকেয়া পাওনা টাকা আটকে রেখেছে। এই অভিযোগে ১০০ দিনের বকেয়া পাওনা ও আবাস যোজনার বকেয়া টাকা আদায়ের দাবিতে দিল্লিতে ২ই ও ৩ অক্টোবর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ধর্ণা অবস্থান কর্মসূচি গ্রহণ করা হয়।

এই কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ উপস্থিত ছিলেন তৃণমূলের নেতা মন্ত্রী সাংসদ ছাড়াও বহু জব কার্ড হোল্ডার । দিল্লিতে যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের নেতা মন্ত্রী সাংসদদের হেনস্তা করেছেন দিল্লি পুলিশ তারই প্রতিবাদে প্রতিবাদ মিছিল করল পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেস। মিছিলের নেতৃত্ব দেন গোগলা অঞ্চল তৃণমূলের অঞ্চল সভাপতি গৌতম ঘোষ, এছাড়াও মিছিলে ছিলেন তৃণমূলের আরও নেতা ও শতাধিক কর্মী। প্রতিবাদ মিছিলটি শুরু হয় পানসিউলি মোড়ে অবস্থিত তৃণমূল কার্যালয় থেকে বনগ্রাম বাজার পর্যন্ত। মিছিল শেষে টায়ার জ্বালিয়ে ও নরেন্দ্র মোদির কুশপুতুল দহ করে দিল্লিতে তৃণমূলের নেতা-মন্ত্রীদের প্রতি হেনস্থার প্রতিবাদ জানালো, গোগলা অঞ্চল তৃনমূল কংগ্রেস ।

error: Content is protected !!