অতি বৃষ্টির কারণে অন্ডালের শীতলপুরে মাটির বাড়ি ভেঙ্গে পড়লো হতাহতের খবর নেই

বুধবার,৪ই অক্টোবর ২০২৩

ব্যুরো নিউজ, নিউজ বাংলা ডিজিটাল :  কয়েকদিন ধরেই প্রবল ও অতি বৃষ্টির কারণে প্লাবিত হয়েছে দুই বর্ধমানের বেশ কিছু অংশ। ইতিমধ্যেই বহু জায়গায় কাঁচা মাটির বাড়ির দেওয়াল পড়ার খবর সামনে এসেছে। প্লাবিত এলাকার মানুষজন করেছেন চরম সমস্যায়।

এদিকে মঙ্গলবার অতি বৃষ্টির কারণে পাণ্ডবেশ্বর বিধানসভার ছোড়া পঞ্চায়েতের অন্তর্গত অন্ডাল থানার অধীন শীতলপুর এলাকায় একটি মাটির বাড়ির দেওয়াল হুড় মুড়িয়ে ভেঙে পড়ে। সৌভাগ্যবশত সেই সময় বাড়ির মধ্যে কেউ না থাকায় কোন হতাহত হয়নি। তবে দেওয়াল ভেঙে পড়ায় বৃষ্টির কারণে ক্ষতি হয়েছে বাড়ির আসবাবপত্রের। জলে বৃষ্টিতে ক্ষতি হয়েছে খাদ্য সামগ্রীর ও । বাড়ির মালিক অমিত নুনিয়া জানান, গত কয়েকদিন ধরেই প্রচন্ড বৃষ্টির কারণে তার বাড়ির মাটির দেওয়াল হঠাৎ করে গতকাল সকাল ৮টা নাগাদ ভেঙে পড়ে। তিনি বলেন মঙ্গলবার সারা রাত্রি ধরে বৃষ্টি হয়েছে এদিন সকালবেলা বাড়ি থেকে বের হতেই হঠাৎ বাড়ির দেওয়াল ভেঙে পড়ে। অমিত বাবু জানান যদি রাত্রেবেলা বাড়িতে দেওয়াল ভেঙে পড়তো তাহলে বড় সরল দুর্ঘটনার ঘটনা ঘটতো। অমিত বাবু জানান এই মুহূর্তে প্রশাসন কিংবা পঞ্চায়েত তার পাশে দাঁড়াক সাহায্যের হাত নিয়ে।

error: Content is protected !!