এইচএফসিআই কলোনি ভাঙ্গার কাজে অসুবিধায় আবাসিকরা

 

বুধবার,৪ই অক্টোবর ২০২৩

ব্যুরো নিউজ,নিউজ বাংলা ডিজিটাল : দুর্গাপুরের হিন্দুস্তান ফার্টিলাইজার কারখানার আবাসিকদের বিক্ষোভ প্রদর্শন ।বুধবার এইচএফসিআই কলোনিতে থাকা দপ্তরে আধিকারিকদের ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন ওই কলোনির আবাসিকরা। বন্ধ হয়ে যাওয়া দুর্গাপুরের রাষ্ট্রায়ত্ত কারখানা হিন্দুস্তান ফার্টিলাইজার কর্পোরেশন লিমিটেডের যে আবাসন গুলি রয়েছে, সেগুলির পরিত্যক্ত আবাসন গুলি ভেঙ্গে ফেলার কাজ শুরু হয়েছে বিগত মাস থেকে। কি কারনে এই আবাসন গুলিকে ভেঙে ফেলা হচ্ছে তাই নিয়ে ধোঁয়াশায় রয়েছে আবাসিকরা। ওপর দিকে অভিযোগ কোনরকম মাইকিং বা নোটিশ না করে, এই ভেঙ্গে ফেলার কাজের ফলে অসুবিধায় পড়েছে বাকি আবাসনে থাকা আবাসিকরা। তাদের অভিযোগ দিনে দুপুরে বিশালাকার মেশিন দিয়ে ওই পার্শ্ববর্তী আবাসন গুলিকে ভেঙে ফেলার কাজ চলছে। তাতে করে সেই বিশাল আকার মেশিনের আওয়াজ ও ভেঙ্গে ফেলার আওয়াজে অস্থির হয়ে পড়েছেন প্রবীণ আবাসিকরা। তাই এদিন ওই এলাকাতে থাকা সংস্থার একটি দপ্তরে আধিকারিকদের ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ বাহিনী। পুলিশ ও আধিকারিকদের আশ্বাসে বিক্ষোভ তুলে নেন আবাসিকরা।

 

মূলত ওই বন্ধ কারখানার বেশ কিছু আবাসনে এখনো পর্যন্ত অবসরপ্রাপ্ত বেশ কিছু কর্মী ও তাদের পরিবার বসবাস করেন। তাদের দাবি প্রতিবছর লিজ অনুযায়ী তারা সমস্ত রকম খরচা দিয়েই ওই আবাসন গুলিতে বসবাস করছেন। তা সত্ত্বেও তাদেরকে না জানিয়ে পার্শ্ববর্তী পরিত্যক্ত ও খালি আবাসনগুলিকে ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে। কারাই বা এই ভেঙে ফেলার কাজ করছে এবং কি উদ্দেশ্যে ওই খালি আবাসন গুলি ভেঙ্গে ফেলা হচ্ছে তার বিন্দুমাত্র কিছুই জানেন না তারা। তাই তাদের দাবি সমস্ত বিষয়টি কারখানা কর্তৃপক্ষ তাদেরকে খোলাসা করুক।

error: Content is protected !!