দুর্গাপুরে বিপিএল তালিকা ভুক্তদের গম তৃণমূল পার্টি অফিস থেকে বন্টন চাঞ্চল্য

রবিবার,২৪ শে সেপ্টেম্বর ২০২৩

ব্যুরো নিউজ, নিউজ বাংলা ডিজিটাল : বিপিএল তালিকা ভুক্তদের জন্য বরাদ্দ সরকারি গম দেওয়া হলো তৃণমূল পার্টি অফিস থেকে।আবার সেই গম বহনের জন্য মাথাপিছু খরচ নেওয়া হয় ষাট টাকা করে। ঘটনা টি ঘটেছে রবিবার ২৪ শে সেপ্টেম্বর দুর্গাপুর নগর নিগমের ১৯ নম্বর ওয়ার্ডের অধীন বেনাচিতির রামকৃষ্ণপল্লীর তেঁতুল তলা এলাকার ঘটনা । স্থানীয় দরিদ্র সীমা রেখার নিচে বসবাসকারীদের মানুষজনদের জন্য গম দেওয়ার কাজ শুরু হয়েছে রাজ্য জুড়ে আর দুর্গাপুরের ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল পার্টি অফিস থেকে সেই সরকারি গম দেওয়া হয় ষাট টাকা খরচ নিয়ে। তাছাড়া শাসক দলের পার্টি অফিসের ভেতরেই সরকারি বরাদ্দ করা গম মজুদ করে রাখার অভিযোগ ও ওঠে। স্থানীয় মানুষ প্রশ্ন করেন রেশন ডিলার ছাড়া কিভাবে সরকারি গম শাসক দলের পার্টি অফিস থেকে দেওয়ার ব্যবস্থা করা হলো? এই প্রশ্নের উত্তর দেননি স্থানীয় কাউন্সিলর প্রভাত চট্টোপাধ্যায় বা স্থানীয় ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। খবর সংগ্রহ করতে গিয়ে দেখা যায় বহাল তবিয়তে ১৯ নম্বর ওয়ার্ডের সভানেত্রী ভারতী ব্যানার্জী রামকৃষ্ণ পল্লীর তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে বসে গম বন্টন করছেন । ১৯ নম্বর ওয়ার্ড মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ভারতী ব্যানার্জীর দাবি স্থানীয় মানুষের সুবিধের জন্য দলের অনুমতি নিয়ে দলীয় এই গম বন্টন করা হচ্ছে দলীয় কার্যালয় থেকে। এই ঘটনার পর দুর্গাপুরের বিরোধী দলের নেতারা এই ঘটনাকে ইস্যু করে সরব হন। রাজনৈতিক উত্তাপ বাড়ে চড় চড় করে শিল্পাঞ্চল জুড়ে।

error: Content is protected !!