শুক্রবার,২২শে সেপ্টেম্বর ২০২৩
ব্যুরো নিউজ নিউজ বাংলা ডিজিটাল : ডিএসপি জমিতে বসবাসকারীদের উচ্ছেদের নোটিশের বিরুদ্ধে শুক্রবার সকালে দুর্গাপুর ইস্পাত কারখানার টাউন অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর সামনে গোপাল মাঠের বাসিন্দারা বিক্ষোভ সভা করে। পুনর্বাসন ছাড়া কোনভাবেই দুর্গাপুর ইস্পাত কারখানার জমিতে বসবাসকারীদের উচ্ছেদ করা যাবে না বলে বিক্ষোভ কারীরা হুঁশিয়ারি দেন এদিন।যদি এরপর ডিএসসির আধিকারিকরা গোপাল মাঠের বাসিন্দাদের উচ্ছেদ নোটিশ দিতে যায় তাহলে বড় রকম দুর্ঘটনার কবলে তারা পড়তে পারেন সতর্ক করেন বিক্ষোভ কারীরা। এদিন ডিএসপির টাউন অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর সামনে ধান পুঁতে ভূমি পূজো করেও বিক্ষোভ দেখানো হয়। সঙ্গে সঙ্গে হুঁশিয়ারি দেওয়া হয় এবার গোপাল মাঠে উচ্ছেদ করতে গেলে এই ডিএসপি অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং টাই গুড়িয়ে দেওয়া হবে। এদিন গোপাল মাঠের গার্লস স্কুলের শিক্ষিকারাও স্কুল উচ্ছেদ যাতে না করা হয় সেই আবেদন নিয়ে বিক্ষোভ সভায় হাজির হন।