এডিডিএর অগ্নিকাণ্ডের তদন্তে নমুনা পরীক্ষায় ফরেনসিক দল

 

 

বুধবার,২০শে সেপ্টেম্বর ২০২৩

ব্যুরো নিউজ নিউজ বাংলা ডিজিটাল : আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের দুর্গাপুরের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় বুধবার তদন্তে এলো ফরেনসিক দলের প্রতিনিধিরা। ফরেনসিক দল এদিন অগ্নিকাণ্ড স্থলের বিভিন্ন নমুনা সংগ্রহ করে। অপরদিকে এডিডিএ কার্যালয়ের পিছনে অস্থায়ী ক্যাম্প করে সেখানে এডিডিএ পরিষেবা চালু রেখেছে। পাশাপাশি অগ্নিকাণ্ডের পর যাতে ফের কোন অগ্নিকাণ্ড স্থল থেকে  ফের অগ্নিকাণ্ডের ঘটনা না ঘটে তার জন্য দুটি দমকলের ইন্জিন সর্বক্ষণ রাখা হয়েছে। এদিন এডিডিএর চেয়ারম্যান তাপস বন্দোপাধ্যায়ের দাবি এটি নিছক ই একটি অগ্নিকাণ্ডের ঘটনা।কোন অন্তর্ঘাত হয়নি।যারা ঘোলা জলে মাছ ধরতে চেষ্টা করছেন তারা ভুল করছেন।এদিন তাপস বাবু বলেন এডিডিএ সমস্ত তথ্য সুরক্ষিত আছে।এডিডিএর কার্যালয়ের সমস্ত হার্ডডিক্স অক্ষত অবস্থায় আছে। এদিন তিনি বলেন এদিকে এডিডিএ অগ্নিকাণ্ডের স্থলে ফরেনসিক টিম নমুনা সংগ্রহ করার কাজ করছেন। অপরদিকে আমরা মানুষ কে পরিষেবা চালু রেখেছি অস্থায়ী ক্যাম্প করে। কোনভাবেই মানুষ কে আমরা পরিষেবা দেওয়া থেকে বঞ্চিত  করবো না।থেকে মঙ্গলবার ভোর রাত্রে দুর্গাপুরের সিটি সেন্টারের আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের দপ্তরে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে দুর্গাপুর অন্ডাল রাণীগঞ্জ সহ বিভিন্ন এলাকা থেকে ১২টি দমকলের ইঞ্জিনকে নিয়ে আসা হয় । আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয় দমকল বাহিনীকে। অবশেষে বেশ কয়েক ঘণ্টার প্রচেষ্টায় আগুন অবশেষে মঙ্গলবার দুপুরে নিয়ন্ত্রণে আসে। দপ্তরের প্রতিটি বিভাগে দামি সব নথিপত্র পুড়ে ছারখার হয়ে যায়। ঘটনাস্থলে এডিডিএ চেয়ারম্যান সহ আধিকারিকরা, জেলা শাসক ও মহকুমা শাসক ,পুলিশ প্রশাসন সকলে উপস্থিত ছিলেন।সকলের চোখের সামনে সব পুড়ে ছাই হয়ে যায়।তবে কি কারণে এই ভয়াবহ অগ্নিকাণ্ড তা এখনো জানা যায়নি। ইলেকট্রিক শর্ট সার্কিটের কারণে ই এই বিধ্বংসী আগুন নাকি অন্তর্ঘাত  কোন কারণ এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তদন্ত শুরু হয়েছে।তাই বুধবার ঘটনাস্থল পরিদর্শনে আসেন ফরেনসিক দলের বিশেষজ্ঞরা। যদিও বিভিন্ন মহলের এই অগ্নিকাণ্ডকে ঘিরে বিভিন্ন ধরনের প্রশ্ন উঠেছে। কেউ মনে করছে শর্টসার্কিট আবার অনেকেই বলছেন অন্তর্ঘাতের ফলেই এই আগুন এডিডিএ কার্যালয়ে। সঙ্গে সঙ্গে বিরোধীদল গুলি প্রশ্ন তুলেছেন নিরাপত্তা নিয়েও। এ মতাঅবস্থায় আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস ব্যানার্জি উচ্চ পর্যায়ের তদন্তের দাবি করেছেন। সেই মোতাবেক মনে করা হচ্ছে এদিনের পাঁচ সদস্যের এক ফরেনসিক  বিশেষজ্ঞদের টিম এডিডিএ ভবন পরিদর্শন।

error: Content is protected !!