বুধবার,২০শে সেপ্টেম্বর ২০২৩
ব্যুরো নিউজ, নিউজ বাংলা ডিজিটাল : অন্ডালের সিঁদুলিতে ১১ ই সেপ্টেম্বর ভর সন্ধ্যায় পার্টি অফিসের সামনে সিপিএম নেতা বুদ্ধদেব সরকার গুলিবিদ্ধ হন ।আহত সিপিএম নেতা এখনও চিকিৎসাধীন। সিপিএম কর্মীরা মনে করছেন এলাকায় বুদ্ধদেব সরকার একজন সুসংগঠক ।তার কাজকর্ম দেখে রাজনৈতিক উদ্দেশ্যেই পূর্ব পরিকল্পিতভাবে তার উপর হামলা করা হয়েছে।এইঘটনার প্রতিবাদে সিপিএম কর্মীরা পথে নেমে প্রতিবাদে সরব হয়। বুদ্ধদেব সরকারের উপর আক্রমনে জড়িত সন্দেহে অভিযুক্তদের একটি তালিকা তৈরি করে স্থানীয় সিপিএম কর্মীরা সেই তালিকা থানায় জমা দেয়। দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে পথে নামে সিপিএম কর্মীরা।এই ঘটনায় এখনো পর্যন্ত একজনকে পুলিশ গ্রেপ্তার করে। পুলিশ জোর তল্লাশি জারি রাখলেও বাকিরা আজও অধরা। বুধবার সকালে অন্ডাল থানায় ফের সিপিএম কর্মীরা সিপিএম নেতা তুফান মন্ডলের নেতৃত্বে স্থানীয় জনপ্রিয় নেতা বুদ্ধদেব সরকারকে গুলি করার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মিছিল করে এসে ডেপুটেশন দেয়। মিছিলে মহিলা কর্মীদের সংখ্যা ছিল চোখে পড়ার মতো।তুফান মন্ডল বলেন আমরা এমনিতে থানায় আসিনা।আজ আসতে বাধ্য হলাম।বালি চুরি কয়লা চুরি মাফিয়া রাজ দৌরাত্ব আমরা দেখেও আসিনি থানায় বলতে। পঞ্চায়েত নির্বাচনের আমাদের কর্মীদের বাড়ি ঘর ভাঙগা হয়েছে।ভোট লুট হয়েছে। আমাদের মিথ্যা মামলায় জড়ানো হয়েছে।আমরা চুপ থেকেছি।কিন্তু আমাদের কর্মীকে যেভাবে দুষ্কৃতিরা গুলি করলো এরপর আর চুপ থাকা যায় না।এটি পূর্বপরিকল্পিত ঘটনা ঘটানো হয়েছে।আমরা চাই অবিলম্বে অন্ডাল থানা এলাকায় দুষ্কৃতিরাজ বন্ধ করতে হবে। অন্ডাল থানায় শাসকদলের পাশাপাশি বিরোধীদের অভিযোগকে গুরুত্ব দিতে হবে। তাছাড়া আমাদের কর্মীকে গুলির ঘটনায় দোষীদের সকলকেই অবিলম্বে পুলিশ গ্রেপ্তার করতে হবে ।তাই আমরা আজ থানায় এসেছি।