ডিপিএলের ফাঁকা আবাসন ভাঙ্গার সময় কংক্রিটে চাপা পড়ে মৃত্যু এক

শনিবার,১৬ ই সেপ্টেম্বর ২০২৩

ব্যুরো নিউজ, নিউজ বাংলা ডিজিটাল : দুর্গাপুরের ডিপিএল তাপবিদ্যুৎ কেন্দ্রের আবাসন এলাকার বেশিরভাগ ঘরই বহিরাগতদের দখলে। তার জন্য যে সমস্ত একতলা ও দোতলা আবাসন ফাঁকা পড়ে রয়েছে সেগুলো যাতে বহিরাগতদের দখলে না চলে যায় তার জন্য তালিকাভুক্ত করা ডিপিএল এলাকার এ-জোন ও বি-জোন কলোনিতে কয়েক মাস ধরে ভাঙ্গার কাজ শুরু হয়েছে। শনিবার ডিপিএলের বি-জোনে সেরকমই একটি দোতলা বিল্ডিং ভাঙ্গার কাজ চলছিল । এই বিল্ডিং ভাঙ্গার সময় যারা কাজ করছিলেন তাদের মধ্যে একজনের চাপা পড়ে মৃত্যু হয়। এরপরেই ভিড় জমে এলাকায়। কোকওভেন থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

error: Content is protected !!