ডিএসপির জমিতে পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয় : বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া

শুক্রবার,১৫ ই সেপ্টেম্বর ২০২৩

ব্যুরো নিউজ, নিউজ বাংলা ডিজিটাল : যেদিন আপনার বাড়ি বুলডোজার নিয়ে ভাঙ্গতে আসবে ওরা আমি তখন প্রথম বুলডোজারের সামনে দাঁড়িয়ে পড়বো। গতকাল ওরা বাড়ি ভাঙ্গতে আসেনি। এটা ভুল বোঝানো হচ্ছে। দাবি বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়ার। ওখানে যেটুকু ফাঁকা জায়গা আছে সেটা যাতে দখল না হয়ে যায় তাই সেটুকু জায়গা নিজেদের দখলে রাখতে ওরা ভূমি পূজো করতে যান। তবে দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ গত কাল আমাদের না জানিয়ে ভূমি পূজো করতে যাওয়াটা  ভুল করেছে। শুক্রবার দুর্গাপুরে নিজের বাসভবনে এক সাংবাদিক সম্মেলনের পর উপস্থিত সাংবাদিকদের  গত কালকের তামলা এলাকায় ডিএসপির জমিতে ভূমিপূজোকে কেন্দ্র করে ধুন্ধুমার কান্ড প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে একথা বলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া। তিনি বলেন দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের আধিকারিকরা আসলে ওখানে খানিকটা জায়গা পড়ে আছে সেখানে ওয়াল দেবার জন্য ভূমি পূজো করতে গিয়েছিলেন। কারোর বাড়ি ভাঙ্গতে যাননি।স্থানীয় মানুষ যারা ওখানে আছেন তাদের উচ্ছেদ করতে যান নি গতকাল।আসলে যেটুকু জায়গা রয়েছে পড়ে যাতে সেই জমিটুকু দখল না হয়ে যায় তাই ওখানে ভূমি পূজো করতে যান ওরা।একটা ভুলবোঝাবুঝি কারনে এই ঘটনা ঘটেছে। দাবি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়ার। সুরিন্দর সিং আলুওয়ালিয়া এদিন বলেন দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ স্থানীয় মানুষদের পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করতে পারবে  না। পূর্নবাসন ছাড়া উচ্ছেদ করা হবে না।যেদিন উচ্ছেদ করতে যাবে আমি বুলডোজারের সামনে আগে দাঁড়িয়ে পড়বো। এদিন সাংবাদিক সম্মেলনের‌ পর দুপুরে দুর্গাপুর আদালত চত্বরে সামনে একটি হোটেলে দলীয় কর্মীদের এবং বিজেপি আইনজীবী সেলের আইনজীবীদের সঙ্গে নিয়ে মধ্যাহ্ন ভোজন সারেন বিজেপি সাংসদ। তিনি এই বিষয়ে বলেন অনেকে আমাকে দেখতে পায়না। আমি নাকি বহিরাগত।তারা আমার বায়োডাটাটা জানে না। আমি পশ্চিম বর্ধমান জেলার ছেলে।বড় হয়েছি এই জেলা থেকে।বর্ধমান ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি। বিকৃত মানসিকতার পরিচয় দিয়ে আমার বিরুদ্ধে পোষ্টার দিয়েছে কেউ। সুরিন্দর সিং আলুওয়ালিয়া এদিন বলেন আমি জানি কে এই পোষ্টার দিয়েছে। কয়েকদিন পর আমি যাবো তার বাড়ি। আমার চেহারা সে দেখেনি তাই। উল্লেখ্য কয়েকদিন আগে দুর্গাপুর মহকুমা আদালত চত্বরে সুরিন্দর সিং আলুওয়ালিয়ার বিরুদ্ধে পোষ্টার পড়ে।সেই পোষ্টার প্রসঙ্গে বিজেপি সাংসদ এদিন এই কথা বলেন।

error: Content is protected !!