বৃহস্পতিবার,১৪ ই সেপ্টেম্বর ২০২৩
ব্যুরো নিউজ, নিউজ বাংলা ডিজিটাল : অবশেষে পুজোর আগে বিধাননগরে রাস্তা সংস্কারের কাজ শুরু করতে চলেছে ডিএমসি কর্তৃপক্ষ। বেশ কয়েক বছর ধরেই বিধান নগরের বিভিন্ন ব্যস্ততম রাস্তা গুলি সংস্কারের কাজ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছিলেন স্থানীয় বাসিন্দারা। অবশেষে পুজোর আগেই বিধান নগরের সেক্টর টু সি থেকে পিসিবিএল রোটারি পর্যন্ত রাস্তার সংস্কারের কাজ শুরু হবে বলে জানান দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়। বৃহস্পতিবার সকালে তারই শুভ উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর ভাইস চেয়ারম্যান অমিতাভ বন্দোপাধ্যায়,সদস্য রাখি তিওয়ারি,দীপঙ্কর লাহা সহ স্থানীয় প্রাক্তন পুরমাতা ছবি নন্দী ও অন্যান্য জনেরা। রাস্তাটি সংস্কার করতে ব্যয় হবে প্রায় ৯১লক্ষ টাকা বলে জানান চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়। বর্ষার মরশুম শেষ হলেই রাস্তা সংস্কারের কাজ শুরু হবে। তাছাড়াও দুর্গাপুরের বিভিন্ন ভগ্নপ্রায় রাস্তাগুলির সংস্কারের কাজ নিয়মমাফিক পুজোর আগেই হবে বলে জানান তিনি।