বৃহস্পতিবার,১৪ ই সেপ্টেম্বর ২০২৩
ব্যুরো নিউজ, নিউজ বাংলা ডিজিটাল : দুর্গাপুর স্টিল প্ল্যান্টের অর্থাৎ ডিএসপি কারখানার সম্প্রসারণের জন্য উচ্ছেদ অভিযানের প্রাক্কালে ব্যাপক উত্তেজনা ছড়াল দুর্গাপুরে। বৃহস্পতিবার সকালে বি এস পি কর্তৃপক্ষ দামলা বস্তি এলাকায় পাঁচিল ঘেরার কাজের শুভ সূচনা করতে এসে বিপাকে পড়ে । ডিএসপি’র জমিতে বসবাসকারী কয়েক হাজার তামলা ও ফরিদপুর এলাকার বাসিন্দারা ডিএসপি’র ভিত পুজোর কাজ বন্ধ করে দেয়। ঘটনাকে কেন্দ্র করে ডিএসপি’র সিআইএসএফ ও এলাকাবাসীর সাথে বচসা শুরু হয়। এলাকাবাসীরা অভিযোগ করে সিআইএসএফের জওয়ানরা তাদের উপর লাঠিচার্জ করেছে।কয়েকজন এলাকাবাসী আহত হয়েছে বলে দাবি। প্রতিবাদে গান্ধী মোড় থেকে মায়াবাজার যাওয়ার রাস্তা অবরোধ করে দফায় দফায় বিক্ষোভ শুরু করে ক্ষুব্ধ এলাকাবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে
ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার বিশাল পুলিস বাহিনী ও কমব্যাট ফোর্স।পরে আট ঘণ্টা পর পুলিশ প্রশাসনের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেওয়া হয়। এবং আইনশৃঙ্খলা রক্ষায় গোটা এলাকায় পুলিশ মোতায়েন করা হয়।