সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়ার বিরুদ্ধে পোষ্টার দুর্গাপুর মহকুমা আদালত চত্বরে চাঞ্চল্য

 

 

 

 

বুধবার,১৩ই‌ সেপ্টেম্বর ২০২৩

ব্যুরো নিউজ , নিউজ বাংলা ডিজিটাল : সাংসদ জি, দিল্লি থেকে ফিরল কি? পাই না দেখা দলের লোক অন্য কেউ এমপি হোক- বিজেপি সাংসদ নিখোঁজ বলে এমনই স্লোগানে ভরা পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়ালো বুধবার দুর্গাপুর মহকুমা আদালত চত্বরে। বুধবার সকালে দুর্গাপুর মহকুমা আদালত চত্বরে এহেন পোস্টার দেখে হতবাক আদালতে আসা সাধারণ মানুষ থেকে শুরু করে আইনজীবীরা সকলেই। পোস্টারে উল্লেখিত রয়েছে বর্ধমান-দুর্গাপুরের সাংসদ সুরেন্দর সিং আলুওয়ালিয়ার দেখা মেলে না। তাই সাংসদের পরিবর্তে এবার অন্য সাংসদকে দেখতে চাই বিজেপির একাংশ এমনই দাবি পোস্টারে।আইনজীবী কল্লোল ঘোষ জানান বিজেপির দলের অন্তর্দ্বন্দ্বের কারণেই এই পোস্টার। রাজ্যের সর্বত্র জুড়ে বিজেপির দলীয় অন্তর কোন্দল যেভাবে প্রকাশ্যে আসছে, এই পোস্টার তারই প্রমাণ দিচ্ছে শহর শিল্পাঞ্চলে বিজেপির দলীয় কোন্দল নিয়ে। কে কারা এই পোস্টার দিল সেই নিয়ে ঘনীভূত হয়েছে রহস্য। শুধুই কি বিজেপির অন্তর দ্বন্দ্বের বহিঃপ্রকাশ নাকি সাংসদকে বদনাম করার প্রয়াস অন্য রাজনৈতিক দলের, এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে শিল্পাঞ্চলের রাজনৈতিক মহলে।

error: Content is protected !!