শুক্রবার,১লা সেপ্টেম্বর ২০২৩
ব্যুরো নিউজ, নিউজ বাংলা ডিজিটাল : ১লা সেপ্টেম্বর একদিকে পুলিশ দিবস অন্যদিকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের স্থাপনা দিবস ।তাই দুর্গাপুরের ট্রাফিক পুলিশ শুক্রবার দিনভর ডিউটি চলাকালীন এই দিনটিকে স্মরণীয় করে রাখতে দুর্গাপুরে পথ চলতি মানুষকে চারাগাছ বিতরন করলো। দুর্গাপুরের বিভিন্ন থানাতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়।কোকো ওভেন থানাতে বৃক্ষ রোপন কর্মসূচি নেওয়া হয়।তারমধ্যে স্টিল টাউন শিপের ট্রাফিক পুলিশের এদিনের পথচলতি মানুষকে গাছ বিতরণ এক অন্য মাত্রা পায়।সকলের নজর কাড়ে।এদিন দুর্গাপুরের স্টিল টাউন শিপের প্রিয়দর্শিনী ইন্দ্রা সরনীর দুর্গাপুর গেস্ট হাউসের কাছে রাস্তার উপর বিভিন্ন জাতের চারা বিতরণ করা হয়। ট্রাফিক পুলিশের ওসি বিনয় লায়েকের নেতৃত্বে ট্রাফিক পুলিশের টিম পথ চলতি গাড়িকে থামিয়ে গাড়ির সওয়ারির হাতে চারা গাছ দেন। এবং ট্রাফিক পুলিশ অনুরোধ করেন এই চারাগাছটিকে সঠিক জায়গায় লালন পালন করে বড় করবেন। ট্রাফিক পুলিশের এই উদ্যোগ কে দুর্গাপুরের সুশীল সমাজ কুর্নিশ করে। পুলিশ সূত্রে জানা গেছেএদিন দুর্গাপুর কোর্টের এক বিচারপতিও কুর্নিশ করেন ট্রাফিক পুলিশের এই উদ্যোগকে।জানা গেছে তিনি এই সময়ে ঔ রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তিনিও গাড়ি থেকে নেমে ট্রাফিক পুলিশের সঙ্গে পথ চলতি মানুষকে নিজের হাতে চারা গাছ বিতরন করেন বলে ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে।দুর্গাপুর শিল্পাঞ্চল দূষনের কবলে পড়েছে।বৃক্ষ রোপন ই একমাত্র নিস্তার পাওয়ার উপায়।তাই পুলিশ দিবসে এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের স্থাপনা দিবসে মানুষ কে দূষনের কবল থেকে বাঁচতে ট্রাফিক পুলিশ এই অভিনব পথ বেছে নেয় বলে জানান ট্রাফিক ওসি বিনয় লায়েক এবং সহকর্মী ট্রাফিক পুলিশরা।