ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশনের কর্মশালা দুর্গাপুরে‌

শুক্রবার,১লা সেপ্টেম্বর ২০২৩

ব্যুরো নিউজ , নিউজ বাংলা ডিজিটাল : রাজ্যের জেলার বেসরকারি হাসপাতালগুলিতে আপৎকালীন পরিষেবা উন্নতর করতে  ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশনের কর্মকর্তারা জেলায় জেলায় বিশেষ কর্মশালা করছেন।

শুক্রবার সকাল থেকে দুর্গাপুরের এক সুপার স্পেশালিটি বেসরকারি হাসপাতালের উদ্যোগে এক  কর্মশালা হয় সিটি সেন্টারের এক  হোটেলে। কর্মশালার শেষে এক সাংবাদিক সম্মেলনে‌  ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল স্ট্যাবলিশমেন্ট রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান অসীম ব্যানার্জি বলেন তাদের প্রধান লক্ষ্য আপৎকালীন পরিষেবাকে উন্নত করা। তিনি বলেন হঠাৎ করে কোন মানুষের জীবনে ছোট দুর্ঘটনায় বড় কারণ হয়ে দেখাতে পারে। সময় মত অভিজ্ঞ চিকিৎসক না থাকলে তার প্রাণহানিও ঘটতে পারে। ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশনের লক্ষ্য বেসরকারি হাসপাতাল গুলির আপৎকালীন পরিষেবাকে উন্নত করা। এই কর্মশালায় অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সাইন্স এর চিকিৎসকদের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের অভিজ্ঞ চিকিৎসকরাও  এই কর্মশালায় বক্তব্য রাখেন।

error: Content is protected !!