দুর্গাপুর সিএনজি অটো রিক্সা অপারেটরস ইউনিয়নের নুতন কমিটি ঘোষণা

শুক্রবার,১লা সেপ্টেম্বর ২০২৩

ব্যুরো নিউজ , নিউজ বাংলা ডিজিটাল :  দুর্গাপুর সিএনজি অটো রিক্সা অপারেটরস ইউনিয়নের নতুন কমিটির ঘোষণা হলো শুক্রবার। এদিন বিকেলে দুর্গাপুরের সিটি সেন্টারের সিধু কানুহ স্টেডিয়ামে তৃণমূল শ্রমিক সংগঠনের দলীয় কার্যালয়ে নতুন এই কমিটির ঘোষণা করেন জেলা আইএনটিটিইউসির কোষাধ্যক্ষ দীপঙ্কর লাহা। নতুন কমিটির সভাপতি হলেন তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিপিইউসির পশ্চিম বর্ধমান জেলা সভাপতি অভিজিৎ ঘটক। পাশাপাশি দীপঙ্কর লাহা সহ আরোও চারজন সহ-সভাপতি এর নাম ঘোষণা করা হয়। সহ-সভাপতিরা হলেন  দুর্গাপুর শিল্পাঞ্চলের শ্রমিক নেতা প্রভাত চট্টোপাধ্যায়, শ্রমিক নেতা শান্তনুর সোম,কল্লোল ব্যানার্জি ও মানস অধিকারী। সম্পাদক করা হয়েছে সুজিত ব্যানার্জিকে। দীপঙ্কর লাহা জানান বেশ কয়েক বছর শিল্পাঞ্চলে সেই অর্থে অটোর কোন আইএনটিটিইউসির শ্রমিক সংগঠন সেভাবে ছিল না , এবার থেকে এই নতুন কমিটি মূলত অটো পরিষেবা উন্নতির কাজ করবে। পাশাপাশি কয়েকদিনের মধ্যেই মিনিবাস শ্রমিক সংগঠনেরও কমিটি ঘোষণা করা হবে বলে জানান তিনি। শিল্পাঞ্চলের যাতায়াতের প্রধান মেরুদন্ডের অন্যতম অটো পরিষেবা। বিভিন্ন সময় যাত্রীদের অটো চালকদের অভব্য আচরণ ও অতিরিক্ত ভাড়ার সমস্যার সম্মুখীন হতে হয়। এবার থেকে নিয়ম মেনে কঠোরভাবে সকল দিকগুলিকে যাত্রী পরিষেবার স্বাচ্ছন্দ্যতা বজায় রাখতে কাজ করবে নতুন কমিটি বলে জানান কমিটির দায়িত্বপ্রাপ্ত সদস্যরা। এই বিষয়ে আইএনটিপিইউসির সহ সভাপতি শান্তনু সোম বলেন আমরা দুর্গাপুরের বিভিন্ন  অটো স্ট্যান্ড এবার থেকে ফ্লেক্সের উপর বিভিন্ন দূরত্বের অটোর রেট দিয়ে দেবো।এতে অটো ও যাত্রীদের মধ্যে ভুলবোঝাবুঝি হবে না রেট নিয়ে। শান্তনু সোম বলেন সারা রাজ্যেই এইভাবে অটো ইউনিয়ন নির্দিষ্ট অটো রেট দিয়ে অটো যাত্রীদের মধ্যে সুসম্পর্ক বজায় রেখেছে। এবার থেকে দুর্গাপুরেও আমরা এই নিয়ম চালু করতে চলেছি।এই প্রসঙ্গে  সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে সংগঠনের আরেক সহসভাপতি দীপঙ্কর লাহা বলেন একই ভাবে আমরা অটোর পর শহরের সমস্ত টোটোকে নিয়ন্ত্রন করতে  টোটোর অপারেটর ইউনিয়নের নুতন কমিটির নাম ও ঘোষণা করা হবে।টোটোর নিয়ন্ত্রন নিয়ে ও ভাবনাচিন্তা চলছে। তবে যেমন অটো টোটো বা মিনিবাসের স্বার্থ দেখা হবে তেমনি কোনভাবেই যাত্রীদের হয়রানি করা চলবে না বলেই সংগঠনের দুই  কর্তা শান্তনু সোম এবং দীপঙ্কর লাহা দুজনেই পরিষ্কার করে দিয়েছেন।

 

 

 

error: Content is protected !!