সিএস আই আর – সিএম ই আর আই এর বিজ্ঞানীরা ব্যাটারি চালিত ট্রাক্টর তৈরি করলেন

 

 

বৃহস্পতিবার,৩১ শেষ আগস্ট ২০২৩

গনেশ চক্রবর্তী, নিউজ বাংলা ডিজিটাল : দুর্গাপুরের কেন্দ্রীয় গবেষণা সংস্থা সিএস আই আর -সিএম ই আর আই অর্থাৎ সেন্ট্রাল মেকানিক্যাল ইন্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউটের  বিজ্ঞানীরা ব্যাটারি চালিত ই ট্রাক্টর তৈরি করলেন। এটি সম্পূর্ণ ভাবে দেশীয় প্রযুক্তিতে তৈরি হলো। বর্তমানে জ্বালানির দাম এখন আকাশছোঁয়া। স্বাভাবিক ভাবেই দু চাকা  বা চার চাকার  ব্যাটারি চালিত গাড়ির চাহিদা সারা দেশেই। তাছাড়া দূষন মুক্ত পৃথিবী গড়তে ব্যাটারি চালিত যন্ত্রের প্রয়োজনীয়তাও রয়েছে। এই ই ট্রাক্টর এবার দেশের প্রান্তিক কৃষকদের ব্যয় সংকোচন করে চাষাবাদে পথ দেখাবে।

তাদের হাতে তৈরি সেই সিএস আই আর – সিএম ই আর আই এর  বিজ্ঞানীরা জানালেন  জ্বালানি ছাড়াই লিথিয়াম ব্যাটারিতে চলবে এই ই ট্রাকটারটি। শুধু  মাত্র চার ঘন্টা চার্জ দিলে প্রায় চার ঘন্টা জমিতে চাষাবাদ করতে পারবে এই ট্রাকটারটি। ১১ থেকে ২৬ হর্স পাওয়ার কমানো বাড়ানো ক্ষমতাও রয়েছে এই অত্যাধুনিক ট্রাক্টর টিতে।এর আয়ু পাঁচ বছরের অধিক।লাঙ্গলের পাশাপাশি পণ্য বহনের কাজেও ব্যবহৃত করা যাবে এটিতে।  দেশের ৮০ শতাংশই কৃষক ই এবার থেকে এই ট্রাক্টর ব্যবহার করে চাষাবাদ‌ করতে পারবে। এমনকি মহিলারাও এই ট্রাক্টর ব্যবহার করতে কোন অসুবিধা হবে না। তাছাড়া এই ট্রাক্টর দিয়ে জল তুলতে পাম্প বা জেনারেট ব্যবহার করা যাবে।সি এস আই আর -সিএম ই আর আই এর বিজ্ঞানীরা জানালেন  সিএস আই আর – সিএম ই আর আই এর দুর্গাপুরের বিজ্ঞানীরা  আগামী দিনে হাইড্রোজেন চালিত ট্রাক্টর বানাতে চলেছেন। এবং চালক বিহীন ট্রাক্টর তৈরি করার প্রস্তুতিও ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন ‌সিএম ই আর আই এর বিজ্ঞানীরা। সিএস আইএর – সিএম ই আর আই এর ডাইরেক্টর ড: নরেশ চন্দ্র মূর্মূ বলেন সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ব্যাটারি চালিত ট্রাক্টর। শুধু লিথিয়াম ব্যাটারি টি আমদানি করা হয়েছে তাছাড়া পুরো ট্রাক্টর টাই দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে। বিভিন্ন সংস্থার সঙ্গে কথা চলছে।আশা করছি আগামী দেড় বছরের মধ্যে বাজারে এই ট্রাক্টর টি চলে আসবে।এই ট্রাক্টর টি  অত্যন্ত কম দামে পাওয়া যাবে। আমাদের পরবর্তী লক্ষ্য হাইড্রোজেন চালিত ট্রাক্টর তৈরি করা।তার প্রস্তুতি চলছে। চন্দ্রযান থ্রীর সাফল্যের পর দেশের মানুষের নজর রয়েছে কেন্দ্রীয় গবেষণাগার গুলি এবং ইসরোর উপর।আর বিজ্ঞানীরাও  বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে দেশের মান বাড়াতে মানুষের সেই আবেককে সম্মান দিয়ে একের পর এক চমক দেখাচ্ছেন।

error: Content is protected !!