দুর্গাপুরের আইটিআই এর শিক্ষক এবার জাতীয় শিক্ষক সম্মান পাচ্ছেন

শনিবার,২রা সেপ্টেম্বর ২০২৩

গনেশ চক্রবর্তী , নিউজ বাংলা ডিজিটাল : এবছর রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছেন আইটিআইয়ের শিক্ষক রমেশ রক্ষিত। তিনি দুর্গাপুরের মুচিপাড়ার সরকারি আইটিআই এর শিক্ষক।৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবসে দিল্লীর রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূ  রমেশ রক্ষিতকে জাতীয় শিক্ষকের উপাধিতে ভূষিত করবেন। শনিবার তাই রমেশ বাবু দিল্লীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জানা গেছে। বাঁকুড়ার সোনামুখী রাধাগোবিন্দপুর গ্রামের বাসিন্দা । বিজ্ঞান নিয়ে স্নাতক করেছেন রমেশ বাবু।পড়াশোনা করেছেন বাঁকুড়ার সম্মিলনী কলেজ থেকে। পরে রমেশ বাবু বিষ্ণুপুর কে,জি ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট থেকে ১৯৯৮ সালে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা করেন। ২০১০ সালে তিনি গড়িয়াহাট আইটিআই’তে যোগ দেন শিক্ষকতা জগতে। এর ৮ বছর পর অর্থাৎ ২০১৮ সালে দুর্গাপুরে গভমেন্ট আই,টি,আই কলেজে তিনি শিক্ষকতায় যোগদান করেন। তাছাড়া রমেশ রক্ষিত করোনার সময় লক ডাউন পরিস্থিতিতে ছাত্ররা যাতে পিছিয়ে না পড়ে যায় তাই অনলাইনেই আইটিআই ছাত্রদের  প্রশিক্ষণের জন্য একটি ইউটিউব চ্যানেল খোলেন এবং আইটিআই ছাত্রদের জন্য  ইউটিউবের মাধ্যমে প্রশিক্ষণ দেন।এতে প্রচুর ছেলে উপকৃত হয়।রমেশ রক্ষিতের জাতীয় শিক্ষক ঘোষণা কথা শুনে রমেশ বাবুর কর্মস্থল দুর্গাপুরের আইটিআই থেকে তার আদি বাড়ি বাঁকুড়া জেলাতেও ছাত্র শিক্ষক সব মহলেই খুশির হাওয়া বয়।  উল্লেখ্য দুর্গাপুরে এর আগে জাতীয় শিক্ষক হয়েছেন ডঃসুশীল ভট্টাচার্য,ডঃকলিমূল হক এর পর ফের‌ দুর্গাপুরে রমেশ রক্ষিত শিক্ষক জাতীয় শিক্ষকের সন্মানে ভূষিত হলেন।এডুকেশন হাব দুর্গাপুরের মুকুটেও তিনটি জাতীয় শিক্ষক সম্মান এলো আজ পর্যন্ত।এটা শিক্ষা জগৎ এর কাছে বড় উদাহরণ হিসেবে থাকবে।শনিবার রমেশ রক্ষিতকে এই বিষয়ে  নিউজ বাংলা ডিজিটালের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি এখন দিল্লী উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন আমি বাসে রয়েছি। কলকাতায় যাচ্ছি। রবিবার দিল্লী যাবার ফ্লাইট আছে।৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবসে রাষ্ট্রপতি ভবনে আমাকে জাতীয় শিক্ষকের সম্মানে ভূষিত করা হবে। জাতীয় শিক্ষক সম্মানের জন্য আপনি এবছর মনোনিত হয়েছেন। কর্মক্ষেত্রে সর্বোচ্চ স্বীকৃতি পেলেন। কেমন লাগছে এই সুখবর শুনে রমেশ বাবু বলেন খুব ভালো লাগছে।এক অন্য ধরনের আজ অনুভুতি হচ্ছে মনে। আমি আন্তরিক ভাবেই পড়াই ছাত্রদের।হাতে কলমে যা করি ছাত্রদের  ভবিষ্যতের জন্য ই করি তার আজ স্বীকৃতি পেলাম। খুব ভালো লাগছে আমার।

 

 

 

 

error: Content is protected !!