মঙ্গলবার ,২৯ শে আগস্ট ২০২৩
ব্যুরো নিউজ, নিউজ বাংলা ডিজিটাল : দুর্গাপুর পুরসভার তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠন আই এন টিটি ইউ সির কন্ট্রাক্টর মজদুর ইউনিয়ন এবং দুর্গাপুর ২ নং ব্লক এন টিটি ইউ সির যৌথ উদ্যোগে মঙ্গলবার সকালে বৃক্ষ রোপন কর্মসূচি করা হয়। দুর্গাপুরের ভগৎ সিং স্টেডিয়ামের পাশে এই কর্মসূচি করা হয়।এই বৃক্ষ রোপন কর্মসূচিতে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আই এন টিটি ইউ সির ২ নং ব্লক সভাপতি শান্তনু সোমের নেতৃত্বে কর্মসূচিটি হয় বলে জানা গেছে। এদিনের এই বৃক্ষ রোপন কর্মসূচিতে দুর্গাপুর পুরসভার প্রশাসক মন্ডলীর মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখার্জি, তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আই এন টিটি ইউ সির ২ নং ব্লক সভাপতি শান্তনু সোম ছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুর পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্য দীপঙ্কর লাহা,রাখি তেওয়ারি সহ দুর্গাপুর পুরসভার আই এন টিটি ইউ সির কন্ট্রাক্টর মজদুর ইউনিয়নের কর্মীরা। উল্লেখ্য দুর্গাপুর পুরসভায় পালা বদলের পর দুর্গাপুর পুরসভার তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আই এন টিটি ইউ সির উদ্যোগে এই প্রথম কোন কর্মসূচি নেওয়া হল। বাম আমলেও এই দুর্গাপুর পুরসভায় সিপিএমের শ্রমিক সংগঠন সিটুর প্রভাবে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়। দুর্গাপুর পুরসভায় সিটুর দলীয় কার্যালয় রয়েছে বহাল তবিয়তে। তাদের সারা বছর বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।অথচ ২০১১ সালে তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় আসার পর দুর্গাপুর পুরসভাটিও তৃণমূল কংগ্রেসের এক ভাবে দখলে আসে।অথচ দুর্গাপুর পুরসভার ভেতরে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আই এন টিটি ইউ সির সেভাবে দলীয় কার্যালয় নেই। একটি দলীয় কার্যালয় ছিল কিন্তু বর্তমানে তালাবন্ধ রয়েছে বলে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের কর্মীরাই জানান।তাই দুর্গাপুর পুরসভার ভেতরের কোন আই এন টিটি ইউ সি সেভাবে দলীয় কর্মীদের নিয়ে কোন কর্মসূচি করতেও এতদিন দেখা যায়নি।এর কারন হিসেবে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের দলীয় কর্মীরা অনেকেই বলছেন তৃণমূল কংগ্রেস নেতারা সেভাবে দুর্গাপুর পুরসভার আই এন টিটি ইউ সি কর্মীদের গুরুত্ব না দেবার জন্য এতদিন কোন কর্মসূচি হতো না। এতে কর্মীরা হতাশ হতেন।কিন্তু বর্তমানে পরিস্থিতি কিছুটা বদলেছে।আই এন টিটি ইউ সির জেলা স্তর থেকে ব্লক স্তর পর্যন্ত ব্যাপক রদবদলের পর সেই প্রভাব ও পড়েছে দুর্গাপর পুরসভাতেও। বর্তমানে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের দুর্গাপুরের ২ নং ব্লক সভাপতি হলেন শান্তনু সোম। জানা গেছে শান্তনু সোম দায়িত্ব পাবার পর থেকে দুর্গাপুরের বিভিন্ন সংস্থার সঙ্গে নিগুঢ় সম্পর্ক রেখে কর্মীদের একসঙ্গে নিয়ে কাজ করার চেষ্টা করছেন। সেইসঙ্গে দুর্গাপুর পুরসভার ভেতরেও আই এন টিটি ইউ সির কর্মীদের নিয়েও তাদের বিভিন্ন সমস্যা দাবি দাওয়া নিয়েও নিয়মিত আলাপ আলোচনা করছেন। ফলে দুর্গাপুর পুরসভার অন্দর মহলে আই এন টিটি ইউ সির কর্মীরা ও হাতাশা কাটিয়ে ফের নুতন জীবন ফিরে পেয়েছেন । দুর্গাপুর পুরসভার আই এন টিটি ইউ সির এক কর্মী জানান তাদের দীর্ঘদিনের এক দাবি বর্তমানে পূরন হয়েছে। সাম্প্রতিক সময়ে আই এন টিটি ইউ সির দাবি মেনে দুর্গাপুর পুরসভার কর্মীদের বর্ষাতি দেওয়া হয়েছে। তাছাড়া আরো এক গুচ্ছ প্রয়োজনীয় দাবি কে মান্যতা দেবার জন্য সোচ্চার রয়েছে দুর্গাপুর পুরসভার আই এন টিটি ইউ সি নেতৃত্ব।যা কখনোই আগে করা হয়নি বলে দাবি এক কর্মীর। তিনি বলেন বর্তমানে দুর্গাপুর পুরসভার ভেতরে আই এন টিটি ইউ সি বেশ জোটবদ্ধ। বিভিন্ন কর্মসূচি নেওয়া হচ্ছে কর্মীদের স্বার্থে।এতে আই এন টিটি ইউ সি কর্মীরা বেশ উৎসাহিত হচ্ছেন আই এন টিটি ইউ সির কর্মীদের দাবি। মঙ্গলবার সেই দৃশ্যই দেখা গেল দুর্গাপুরের ভকৎ সিং স্টেডিয়ামের পাশে। নিছক এক বৃক্ষ রোপন কর্মসূচিতে দুর্গাপুর পুরসভার মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখার্জি থেকে দুর্গাপুর পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্য রাখি তেওয়ারি, দুর্গাপুর পুরসভার প্রশাসক মন্ডলীর আরেক সদস্য তথা আই এন টিটি ইউ সির জেলা কোষাধ্যক্ষ তথা নুতন প্রজন্মের নেতা দীপঙ্কর লাহা সহ দুর্গাপুর পুরসভার আই এন টিটি ইউ সির কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে যোগদান করায় উৎসবের আমেজ তৈরি হয় ভকৎ সিং স্টেডিয়াম প্রাঙ্গনে।যা আসন্ন দুর্গাপুর পুরসভার নির্বাচনে শাসক দলের পক্ষেই ইতিবাচক প্রভাব ফেলবে বলেই রাজনৈতিক ওয়াকিবহাল মহলের ধারণা।