পলাশ ডিহার ছেলে সেলে চাকরি দেবার নাম করে প্রতারনার দায়ে মহারাষ্ট্র পুলিশের হাতে গ্রেপ্তার

 

বুধবার ,৩০শে আগস্ট ২০২৩

ব্যুরো নিউজ, নিউজ বাংলা ডিজিটাল :  স্টিল অথরিটি অফ ইন্ডিয়া বা সেলে চাকরি দেবার নাম করে দুর্গাপুরের পলাশ ডিহার বাসিন্দা আকাশ মুখার্জি বিভিন্ন জনের কাছ থেকে ৯৮ লক্ষ ৯ হাজার টাকা প্রতারণার অভিযোগে ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে মহারাষ্ট্র পুলিশ কাছে। অভিযোগ  জাল নিয়োগপত্র সহ  বহু জাল নথি তৈরি করে আকাশ মুখার্জি সেলে চাকরি দেবার নাম  প্রায় কোটি টাকা টাকা প্রতারনা করেছে। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে মহারাষ্ট্র পুলিশ তদন্ত শুরু করে। বুধবার দুর্গাপুরের আসে মহারাষ্ট্র পুলিশ। দুর্গাপুরের বিভিন্ন এলাকায় মহারাষ্ট্র পুলিশ তদন্তের গতি আনতে অভিযান চালায়।  অভিযুক্তের দুর্গাপুরের পলাশডিহার বাড়ি এবং  দুর্গাপুরের সিটি সেন্টারের কমার্শিয়াল মার্কেটের আকাশ মুখার্জির এক আত্মীয়ের একটি জেরক্সের দোকানেও তল্লাশি চালিয়ে কম্পিউটারের‌ হার্ডডিক্স নিয়ে যায় মহারাষ্ট্র পুলিশ।

মহারাষ্ট্র পুলিশের আধিকারিক বিজেন্দ্র তুলসীদাস নাচন জানান, রাষ্ট্রীয় সংস্থা সেলে  চাকরি দেওয়ার নাম করে অনেকের কাছে আর্থিক প্রতারণা করেছে দুর্গাপুরের আকাশ মুখার্জি। এই  আগস্ট মাসে লিখিত অভিযোগ জমা পড়ায় মহারাষ্ট্র পুলিশ আকাশ কে উড়িষ্যার পুরী থেকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গেছে সিটি সেন্টারের জেরক্সের দোকানের‌ মালিককে ২ রা সেপ্টেম্বর মহারাষ্ট্র পুলিশের কাছে হাজির হবার নির্দেশ দেন বলে জানা গেছে।

error: Content is protected !!