মঙ্গলবার,২৯ শে আগস্ট ২০২৩
ব্যুরো নিউজ , নিউজ বাংলা ডিজিটাল : চিকিৎসার গাফিলতির অভিযোগে দুর্গাপুরে রোগী মৃত্যুর ঘটনা ঘটলো । এবার দুর্গাপুরের সিটি সেন্টারের নুতন হাসপাতাল লাইফ কেয়ার হাসপাতালে চিকিৎসার গাফিলতির অভিযোগে রোগী মৃত্যুর ঘটনা ঘটলো।এই ঘটনায় ধুন্ধুমার কান্ড ঘটলো সোমবার রাতে। জানা গেছে রানীগঞ্জের বাসিন্দা বছর ৪৩ এর রেনু ক্যুইরী রবিবার জ্বর পেটে ব্যাথা নিয়ে দুর্গাপুরের লাইফ কেয়ার হাসপাতালে ভর্তি হন। রেনু ক্যুইরীর পরিবারের লোকজনদের অভিযোগ হাসপাতালে ভর্তির সময় হাসপাতালের দায়িত্বপ্রাপ্তরা বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা হবে বললেও আসলে লাইফ কেয়ার হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় কেবলমাত্র আর এম ও দিয়েই রেনু ক্যুইরীর চিকিৎসা করানো হয়।এরফলে রোগীর অবস্থার অবনতি হলে রোগীর মৃত্যু হয়। হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক আসে নি রোগীর মৃত্যু পর্যন্ত।এমনকি হাসপাতাল থেকে মৃতদেহ ছাড়তেও চাইছে না হাসপাতাল কর্তৃপক্ষ। তাছাড়া চড়া হাসপাতালের বিল দেওয়া হয় আমাদের। অভিযোগ করে মৃত রেনু ক্যুইরীর পরিবারের লোকজন বলেন রোগীর চিকিৎসার সময় মেডিকেল রিপোর্ট পর্যন্ত দিচ্ছে না। যেহেতু আমরা বিশেষজ্ঞ চিকিৎসক ও মেডিকেল রিপোর্ট এর গরমিল এবং বিলে চিকিৎসকের কোন সহি দেখতে পাইনি এই নিয়ে অভিযোগ করি। সোচ্চার হই তাই মেডিকেল রিপোর্ট পর্যন্ত দেওয়া হয়নি। অভিযোগ পাল্টা অভিযোগে উতপ্ত হয়ে হাসপাতাল চত্বর। ক্ষিপ্ত মৃতের পরিবারের লোকজন হাসপাতালের কর্মীদের উপর চড়াও হয়।যদিও লাইফ কেয়ার হাসপাতালের সিইও শতদল দত্ত মৃতের পরিবারের লোকজনদের সমস্ত অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন রোগী ভর্তির সময় থেকে জটিল অনেক রোগে আক্রান্ত ছিলেন। আমাদের হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীর চিকিৎসায় কোন গাফিলতি করেনি।তারা রোগীর যথাসাধ্য চিকিৎসকা করেছেন। রোগীর চিকিৎসার কোনরকম গাফিলতি করা হয়নি বলে দাবি করেন হাসপাতালের সিইও শতদল দত্ত।