সোমবার,২১ শে আগস্ট ২০২৩
ব্যুরো নিউজ : রবিবার পানাগড় বাজার হিন্দি হাই স্কুলে চাল চুরির ঘটনা প্রকাশ্যে আসতেই।
সোমবার সকালে স্কুল খুলতেই এক এক করে স্কুলে ভিড় করেন এলাকার মানুষ ও অভিভাবকরা। সোমবার দুপুরে এলাকার বাসিন্দারা ও অভিভাবকরা পানাগড় বাজার হিন্দি হাই স্কুলের প্রধান শিক্ষক কে ঘেরাও করে বিক্ষোভ দেখান।
স্থানীয়দের অভিযোগ রবিবারের ঘটনার পর সোমবার বিদ্যালয় খোলার পরেও এখনো পর্যন্ত স্কুলের প্রধান শিক্ষক কোনো রকম আইনি ব্যবস্থা গ্রহণ করে নি।
স্কুল থেকে চাল চুরির ঘটনায় স্কুলের একাংশ জড়িত আছে বলে অভিযোগ স্থানীয়দের।
দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা।
স্থানীয়দের বিক্ষোভের খবর পেয়ে স্কুলে পৌঁছায় কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভ সামাল দেয়।
স্কুলের শিক্ষকদের একাংশো ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিড ডে মিলের রান্নার বিষয়ে গাফিলতির অভিযোগ তুলেছেন।
স্কুলের অধিকাংশ ক্লাসের বোর্ডে প্রধান শিক্ষক চোর লিখলেন স্থানীয়রা।যদিও স্কুলের প্রধান শিক্ষক এই অভিযোগ অস্বীকার করেছেন।