দুর্গাপুর মহকুমা হাসপাতালের সামনে নো পার্কিং জোন ঘোষণা করা হলো পার্কিং করলে আর্থিক জরিমানায় পড়তে হবে

সোমবার,২১ শেষ আগস্ট ২০২৩

ব্যুরো নিউজ : এবার থেকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে যত্রতত্র পার্কিং করা যাবে না। দুর্গাপুর মহকুমা হাসপাতালের যত্রতত্র পার্কিং করলে  হাসপাতালে আসা সকলকেই  এমনকি হাসপাতালে ওপিডি বিভাগে চিকিৎসা করাতে আসা রোগী বা রোগীর পরিজনদের ও  আর্থিক জরিমানা করা হবে। দুর্গাপুর মহকুমা হাসপাতালের পার্কিং প্লেস ছাড়া কোথাও আর পার্কিং করা যাবে না। তাছাড়া দুর্গাপুর মহকুমা হাসপাতালের প্রধান প্রবেশ দ্বারের সামনে নো পার্কিং জোন ঘোষণা করে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কেউ যদি বিজ্ঞপ্তি কে অগ্রাহ্য করে দুর্গাপুর মহকুমা হাসপাতালের সামনে বাইক পার্কিং করেন তার  বাইকে অতি অবশ্যই বেড়ি বা চেইন পরানো হবে  এবং তাকে আর্থিক জরিমানার সামনে পড়তে হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ যৌথ উদ্যোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। দুর্গাপুর মহকুমা হাসপাতালের সামনে যত্রতত্র পার্কিং করার ফলে হাসপাতালে যাবার পথে চরম বিশৃংখলা সৃষ্টি হয়। মূমূর্ষ রোগীদের নিয়ে এম্বুলেন্স পর্যন্ত হাসপাতালের মেন গেট পর্যন্ত যেতে পারে না। হাসপাতালের চিকিৎসক নার্স স্বাস্থ্য কর্মীদের ও যাতায়াতের পথেও বেগ পেতে হয়।তাই হাসপাতাল চত্ত্বরে যাতে কোনভাবেই বিশৃংখলা সৃষ্টি না হয় তাই এই সিদ্ধান্ত বলে জানা গেছে। সোমবার যদিও দুর্গাপুর মহকুমা হাসপাতালের সামনে যত্রতত্র পার্কিং করতে দেখা যায় যেমন তেমনি হাসপাতালের কর্মীরা ও বিভিন্ন বাইকে চেইন পরিয়ে রোগীর পরিজনদের সতর্ক করছেন তাও দেখা যায়।তারা বলেন প্রথমে আমরা হাসপাতালের নির্দেশ মেনে মানুষ কে হাসপাতালের সামনে যত্রতত্র পার্কিং না করতে সতর্ক করে ছেড়ে দিচ্ছি এরপর আমরা মোটা অংকের টাকা জরিমানা করবো যাতে ভবিষ্যতে দুর্গাপুর মহকুমা হাসপাতালে এলেও পার্কিং জোন ছাড়া তারা আর পার্কিং না করেন।

 

error: Content is protected !!