শিশু বদলের অভিযোগ দুর্গাপুরের হেল্থ ওয়ার্ল্ড হাসপাতালের বিরুদ্ধে

 

সোমবার ,২১ শে আগস্ট ২০২৩

ব্যুরো নিউজ : দুর্গাপুরের হেল্থ ওয়ার্ল্ড হাসপাতালের বিরুদ্ধে শিশু বদলের অভিযোগ উঠলো। শিশু  জন্মানোর ২৬ দিন পর শিশুর মা শিশু বদলের অভিযোগ করলেন।এই ঘটনায় সোমবার দুর্গাপুরের চাঞ্চল্যের সৃষ্টি হয়। পাটনায় শ্বশুর বাড়ি অভিযোগকারী মা নার্গিস বানুর।বাপের বাড়ি দুর্গাপুরের বেনাচিতির নঈম নগরে ।  গত ১০ই  জুলাই দুর্গাপুরের সিটি সেন্টারে এক বেসরকারি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন নার্গিস বানু।  হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার  সদ্য জাত শিশুর বিভিন্ন পরিবর্তন দেখে সন্দেহ হয়।তার অভিযোগ  পাশের বেডের ওপর এক মহিলার কন্যা সন্তানের সঙ্গে তার শিশু বদল হয়ে গিয়েছে।তার সপক্ষে নার্গিসবানু বিভিন্ন প্রমান দেখান।এই সন্দেহের প্রেক্ষিতে বেশ কিছু উল্লেখযোগ্য প্রমাণ‌ উল্লেখ করেন নার্গিস বানু। নার্গিস বানুর অভিযোগ তার শিশুটির প্রথম ব্লাড গ্রুপের সঙ্গে এই শিশুর ব্লাড গ্রুপের কোন মিল নেই। ১৫ দিনের মধ্যে  রক্তের গ্রুপ সহ ওজন সহ বিভিন্ন প্যারামিটার সব পরিবর্তন হয়ে গেছে অভিযোগ করেন তিনি। এই সব অভিযোগ হাসপাতালে জানালে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের সঙ্গে কোন  সহযোগিতা করছে  না বলে  অভিযোগ নার্গিস বানু ও তার পরিবার। নার্গিস বানু ও তার পরিবারের লোকজন বলেন  আমরা লিখিত অভিযোগ দায়ের করেছি। প্রশাসনকেও অভিযোগ দায়ের করবো শীঘ্রই।যদি প্রশাসন অবিলম্বে শিশু টির ডিএন এ টেস্ট সহ যদি হেল্থ ওয়ার্ল্ড হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে তদন্ত শুরু না করে । এবং আমার শিশু আমাকে ফিরিয়ে না দেন আমি আত্মহত্যা করে দেবো। নাহলে আমার শ্বশুর বাড়ির লোকজন এই অপরের শিশুকে  মেনে নেবে না।

 

হেল্থ ওয়ার্ল্ড হাসপাতালের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রবীর মুখার্জি  নার্গিস বানু ও তার পরিবারের লোকজনদের সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন যে শিশু বদলের কোন ঘটনা ঘটেনি এই হাসপাতালে। তিনি দাবি করে বলেন সদ্য জাত শিশুর রক্তের গ্রুপের পরিবর্তন ছয় মাস থেকে দু বছর পর্যন্ত ঘটতে পারে।এই নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছে। শুনেছি অভিযোগ করেছেন শিশুটির পরিবারের লোকজন কিন্তু এই ধরনের কোন ঘটনা এই হাসপাতালে ঘটেনি।

error: Content is protected !!