রাতে পথ অবরোধ তুলতে রাস্তারধার থেকে গরুমরা সরা করালেন পুরসভার মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখার্জি !

 

 

শনিবার,১৯ শে আগস্ট ২০২৩

ব্যুরো নিউজ : ধারপাশে প্রচুর মানুষের বাস। এরমধ্যে প্রতিদিন বিভিন্ন পশু মরা ফেলে দিয়ে যায় কেউ বা কারা।দুর্গাপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত আশুতোষ রোডে এইভাবেই দুপাশে নোংরা আবর্জনা স্তুপ। কয়েকদিন আগে কেউ ফেলে দিয়ে যায় একটা গরু মরা রাস্তার পাশে।তার গন্ধে অতিষ্ঠ স্থানীয়রা। শনিবার সন্ধ্যায় পর চরম দুর্ভোগ থেকে বাঁচতে স্থানীয় মানুষ পথ অবরোধ করে রাস্তায় বসে পড়ে। ঘটনাচক্রে সেই সময় আশুতোষ রোড দিয়ে যাচ্ছিলেন দুর্গাপুর পুরসভার মুখ্য প্রশাসক  অনিন্দিতা মুখার্জি। স্থানীয় মানুষ তাকে দাড় করিয়ে তাদের সমস্ত ক্ষোভ উগরে দেন। তাদের অভিযোগ বার বার জানানো সত্ত্বেও কোন ব্যবস্থা নেয়নি দুর্গাপুর পুরসভা, স্থানীয় কাউন্সিলর এবং বরো চেয়ারম্যান। তাই আমরা বাধ্য হয়ে পথ অবরোধ করেছি আজ। এদিনের এই পথ অবরোধ টি হয় স্থানীয় বিজেপি নেতা পারিজাত গাঙ্গুলির নেতৃত্বে হয় বলে জানা গেছে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেবার চেষ্টা করে।দুর্গাপুর পুরসভার মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখার্জি স্থানীয় মানুষের কথা শুনে নোংরা আবর্জনা যাতে ভবিষ্যত এই স্থানে না ফেলা না হয় তার প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দেন। কিন্তু অনিন্দিতা মুখার্জি ঔ স্থান থেকে গরু মরা টিকে সরিয়ে ফেলার কোন ব্যবস্থা না করেই চলে যান বলে অভিযোগ। স্থানীয়  মানুষ অনিন্দিতা মুখার্জির এই  তৎপরতা দেখে  স্থানীয় মানুষ প্রথমে কুর্নিশ জানান। কিন্তু পরে বিষয়টি দেখার শুধু আশ্বাস ই মেলে।আদপে গরু মরা টিকে স্থানীয় মানুষের উদ্যোগেই সরিয়ে ফেলতে হয়।পরে অবশ্য পরিস্থিতি শান্ত হলে তিনি স্থান ত্যাগ করায় স্থানীয় মানুষের ক্ষোভ হয়। একদিকে দুর্গাপুর পুরসভার মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখার্জির পরে বিষয়টি দেখার আশ্বাস কে সঙ্গী করে  বিজেপি নেতা পারিযাত গাঙ্গুলি স্থানীয় মানুষ কে বুঝিয়ে অবরোধ তুলে নেন। ফলে ঔ রাস্তায় ফের যানচলাচল স্বাভাবিক হয়।

 

 

 

error: Content is protected !!