জমি দখলের সিন্ডিকেট বিবাদের জেরে তৃনমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্ব ফের সামনে এলো। রবিবার দুর্গাপুর ফরিদপুর থানার আরতি গ্রামে এক জমি কেনাবেচা সংস্থার অফিসে তালা ঝোলালো এলাকার প্রোমোটার গোষ্ঠীর লোকজন বলে অভিযোগ। যাকে ঘিরে বেশ উত্তেজনা ছড়ালো এলাকায়। দুর্গাপুরে শুরু হয় রাজনৈতিক তরজা।ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর ফরিদপুর থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি সামাল দেবার চেষ্টা করে।ওই প্রোমোটার সংস্থার কর্মী শেখ মোবারক অভিযোগ করেন শেখ মফিজুল ও আফজাল নামের দুই প্রোমোটারের গোষ্ঠীর লোকজন তাদের অফিসে তালা ঝুলিয়ে দেয়। আরো অভিযোগ তুলে বলেন প্রভাবশালী তৃণমূল নেতাদের মদতে এলাকার মানুষদের ভয় দেখিয়ে জমি দখল করছে মফিজুল ও আফজাল গোষ্ঠীর লোকজন বলেও অভিযোগ। অন্যদিকে শেখ মফিজুল পাল্টা অভিযোগ তুলে বলেন এলাকায় অফিস খুলে সিন্ডিকেট রাজ চালাচ্ছে ওই সংস্থা। রবিবার সকালে ওই সংস্থার অন্দরের দ্বন্দ্ব শুরু হয়। ওই সংস্থার এক গোষ্ঠী তালা লাগিয়ে দেয়। এবং বিবাদে জড়িয়ে পড়ে বলেও অভিযোগ।