মারন রোগকে হারিয়ে লড়াকু বনানীর প্রথম বই প্রকাশ

 

 

শুক্রবার, ১৮ই আগস্ট ২০২৩

ব্যুরো নিউজ : কবি সংগঠনের পত্রিকা ‘সংবেদন কবিতায় সারাদিনে’র পক্ষ থেকে সম্প্রতি

দুর্গাপুরের সিটি সেন্টারের একটি বেসরকারি হোটেলের প্রেক্ষাগৃহে কবিতা পাঠ ও গ্রন্থ প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দুর্গাপুর ও জেলার গুনি শিল্পী ও সাহিত্যিকদের মাঝে এদিন কবি

বনানী ঘটকের প্রথম গ্রন্থ “পাতার আড়ালে” প্রকাশিত হয়। এদিন এই অনুষ্ঠানে বিভিন্ন কবিরা তাদের স্বরচিত কবিতা পাঠ করে শোনান।

সংগঠনের সম্পাদক তথা শিক্ষক কাজী নিজামুদ্দিন জানান বেশ কয়েক বছর ধরে শহর শিল্পাঞ্চল এবং তৎসংলগ্ন এলাকার কবিদের নিয়ে রীতিমতো কাজ করে চলেছেন তার এই সংগঠন।

 

 

এদিন মারণ রোগে আক্রান্ত জীবন সংগ্রামী লড়াকু কবি বনানী ঘটকের গ্রন্থ প্রকাশিত হয়। বনানী দেবী জানান তার এই গ্রন্থটি প্রকাশিত হওয়ার কথা ছিল গত বছরই। কিন্তু হঠাৎ করে জানতে পারেন তিনি এক মারণ রোগ ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। স্বভাবতই বন্ধ হয়ে যায় তার বই প্রকাশনা।তারপর তার মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলে বছরভর। মনের জোর বজায় রেখেই লড়াই করে যেতে হবে,কোনভাবেই রোগকে এড়িয়ে না গিয়ে সঠিক চিকিৎসার মধ্যে আসতে হবে।’ এটা কোনও চিকিৎসকের কথা নয়। একথা বলছেন কবি বনানী। তার এই অদম্য মনের জোর আর পরিবারের সেবা-শুশ্রুসায় অবশেষে তিনি সুস্থ হয়ে ফিরে তার প্রথম কবিতার গ্রন্থ প্রকাশে সক্ষম হন।

 

error: Content is protected !!