দুর্গাপুরে ২৯ জন গ্রাহকের সঙ্গে প্রতারনা করে ১০লক্ষ টাকা আত্মসাৎ ব্যাংক কর্মীর

শুক্রবার,১৮ই আগস্ট ২০২৩

ব্যুরো নিউজ : গলসির বাসিন্দা দেবাশীষ বসু। দুর্গাপুরের একটি বেসরকারি ব্যাংকের কর্মী। অভিযুক্ত দেবাশীষ বসু বিভিন্ন গ্রাহককে ব্যাংকের লোনের করিয়ে দেওয়ার নাম করে প্রতারনা করতো। দুর্গাপুরের এসবি মোড় এলাকায় ইন্দাসিন্ধ ব্যাংকে কর্মরত দেবাশীষ বসু। ওই ব্যাংকের ফিল্ড অফিসার পদে নিযুক্ত ছিলেন ।এক গ্রাহকের নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুর্গাপুরের কোক ওভেন থানার পুলিশ গ্রেফতার করে শুক্রবার আদালতে হাজির করে নিজেদের হেফাজতে নেয়। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।এর পিছনে শুধু দেবাশীষ বসু ই রয়েছেন নাকি আরো বড় কোন মাথা কাজ করছে তা পুলিশ সরেজমিনে খতিয়ে দেখছে।

 

ব্যাংকের তরফে ম্যানেজার সন্তোষ গুপ্তা জানান, প্রায় ২৯ জনকে লোন করে দেওয়ার মাধ্যমে প্রায় ১০ লক্ষ টাকা প্রতারণার করে ব্যাংকের ই কর্মী দেবাশীষ বসু।

পুলিশ সূত্রে জানা গেছে গ্রাহককে দেবাশীষ বসু নকল নো অবজেকশন লেটার ও দিয়ে প্রভাবিত করতেন। অভিযুক্ত দেবাশীষ বসুকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কিছু বলতে অস্বীকার করেন।

error: Content is protected !!