শুক্রবার,১১ই আগস্ট ২০২৩
ব্যুরো নিউজ : বেনাচিতির বাসিন্দা জিতেন্দ্র কেশরী শুক্রবার সকালে তার স্কুটিতে ট্যাষ্কি ভর্তি করে পেট্রোল ভরে গন্তব্যের যাত্রা শুরু করেন। কিছুটা যাওয়ার পরই আচমকা বন্ধ হয়ে যায় স্কুটিটি । নিকটস্থ মেকানিকের কাছে গেলে জিতেন্দ্র জানতে পারেন তার স্কুটিতে পেট্রোলের সঙ্গে জল রয়েছে।
তাই এই বিপত্তি। এরপরেই ক্ষোভে ফেটে পড়ে তিনি সেই জল মিশ্রিত পেট্রোল নিয়ে পাম্পের সামনে বিক্ষোভ দেখান ।
জিতেন্দ্র সঙ্গে অন্যান্য গ্রাহক রাও পেট্রোল পাম্প বন্ধ করে বিক্ষোভ শুরু করে। শেষমেষ পেট্রোল পাম্প কর্তৃপক্ষ জানান, তারা বিষয়টি খতিয়ে দেখছেন। কর্তৃপক্ষের দাবি এই ধরনের ঘটনা কোনোদিন ঘটেনি তাদের পেট্রোল পাম্পে।