সামাজিক কর্মকাণ্ডে দুর্গাপুরের দম্পতি : যৌন পল্লীতে শিশুদের শিক্ষা বিস্তারে হাতে বই দিলেন ইন্দ্র জয়শ্রী

 

শনিবার,১২ই আগস্ট ২০২৩

ব্যুরো নিউজ : দুর্গাপুরের যৌনপল্লী কাদা রোডে যৌনকর্মীদের শিশুদের জন্য পাঠ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করল দুর্গাপুরের চন্ডীদাসের উত্তরণ এডুকেশনাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট। সংস্থার দুই কর্ণধার দম্পতি ইন্দ্র প্রতিম ভট্টাচার্য ও জয়শ্রী মুখার্জির উদ্যোগে এবং দুর্গাপুর দুর্বার সমিতির সহযোগিতায় শনিবার বিকেলে দুর্বারের অফিস প্রাঙ্গনে

এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রায় ১০০ জন শিশুর হাতে এ দিন পাঠ্য সামগ্রী তুলে দেন ওই দম্পতি। তারা জানান চন্ডীদাসে তাদের এই শিক্ষা প্রতিষ্ঠান প্রায় ১৭ বছরের। বহু ছাত্র-ছাত্রী এই শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে সমাজে বিভিন্ন জায়গায় একদিকে যেমন প্রতিষ্ঠিত হয়েছে, তেমনি অপরদিকে এই শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার শিক্ষার প্রশিক্ষণ নিয়ে চলেছে প্রতিনিয়ত। ওই দম্পতি জানান দীর্ঘদিন ধরে তাদের বেসরকারি প্রতিষ্ঠান চালানোর পাশাপাশি তারা বিভিন্ন সামাজিক কর্ম চালিয়ে যাচ্ছেন। তাদের বহুদিনের ইচ্ছে ছিল এই যৌনপল্লীর শিশুদের মুখে আনন্দ ফোটানোর পাঠ্য সামগ্রী বিতরণের মাধ্যমে। সমাজের পিছিয়ে পড়া শিশুদের যাতে শিক্ষা গ্রহণে সাহায্য করতে পারেন তাদের পাশে দাঁড়িয়ে সেই উদ্দেশ্যেই আজকের এই অনুষ্ঠান।

 

error: Content is protected !!