বেসরকারি উদ্যোগে দুর্গাপুর মহকুমা হাসপাতালে এমার্জেন্সি অবজারভেশন ইউনিটের‌ উদ্ধোধন

 

শুক্রবার,১১ই আগস্ট ২০২৩

ব্যুরো নিউজ : এক সরকারি সংস্থার সিএস আর প্রজেক্টের আর্থিক সহায়তায় দুর্গাপুর সাবডিভিশন হাসপাতালে ইমারজেন্সী অবজারভেশন ইউনিটের শুভ উদ্বোধন হলো  শুক্রবার ।  রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার এই ইউনিটের উদ্ধোধন করেন।  দুর্গাপুর মহকুমা হাসপাতাল রোগী উন্নয়ন সমিতির চেয়ারম্যান কবি দত্ত সহ দুর্গাপুর পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য দীপঙ্কর লাহা দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডা ধীমান মন্ডল এদিন উপস্থিত ছিলেন। জানা গেছে রাজ্য সরকারের  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এবং একটি বেসরকারি সংস্থার সিএস আর প্রজেক্টের আর্থিক সহায়তায় প্রায় ৪৫ লক্ষ টাকা ব্যায়ে  জরুরি কালীন ভিত্তিতে এই ইউনিটটি তৈরি করা হয়েছে।এই  ইউনিটে ৫ টি শয্যা রয়েছে প্রাথমিক ভাবে করা হয়েছে। পরবর্তী সময়ে ‌ প্রয়োজন বুঝে শয্যা সংখ্যা বাড়ানো হতে পারে। মন্ত্রী প্রদীপ মজুমদার এদিন সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন এই মুহূর্তে এই হাসপাতাল কে সুপার স্পেশালিটি করার কথা ভাবা হচ্ছে না কারন নামের সঙ্গে যে পরিমাণ বিশেষজ্ঞ চিকিৎসক প্রয়োজন যা রাজ্যে অপ্রতুল। মাননীয়া মুখ্যমন্ত্রী রাজ্য যথাসাধ্য চেষ্টা করেছেন স্বাস্থ্য পরিষেবা উন্নত করতে। কিন্তু প্রয়োজন অনুযায়ী যথেষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা এখন অপ্রতুল রয়েছে রাজ্যে।তাই চাইলেই সরকার সব হাসপাতাল গুলিকে সুপার স্পেশালিটি করতে পারছে না।

error: Content is protected !!