ব্যুরো নিউজ : একদিকে দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ অপরদিকে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ তাদের জমিতে অবৈধভাবে গজিয়ে ওঠা বাড়ি দোকানের বিরুদ্ধে উচ্ছেদ চালাচ্ছে সমানে।এই নিয়ে দুর্গাপুর উত্তাল। এরমধ্যে মঙ্গলবার দুর্গাপুরের সিটি সেন্টারের বিদিশা এলাকায় এডিডিএ উচ্ছেদ অভিযান ফের শুরু করে। বিদিশা এলাকায় পরপর অবৈধ দোকান উচ্ছেদ করতে এসে ‘প্রচেষ্টা’ ক্লাবটিকে জেসিবি দিয়ে উচ্ছেদ করতে গেলে ক্লাবের কর্মকর্তারা এবং স্থানীয় মানুষ চুড়ান্ত ভাবে বাধা দেয় এডিডিএ র আধিকারিকদের। রাস্তায় নেমে ক্ষিপ্ত প্রচেষ্টা ক্লাবের কর্মকর্তা এবং সদস্যরা সেই সঙ্গে স্থানীয় অবৈধ দোকানদাররা মিলে এডিডি এর দায়িত্ব প্রাপ্ত আধিকারিকদের তেড়ে মারতে আসে। ক্ষিপ্ত বিশাল জনতার ধাওয়া খেয়ে পুলিশের সহযোগিতায় পুলিশের গাড়িতে করে কোনরকমে প্রান বাঁচাতে এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হন এডিডিএ র আধিকারিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কড়া মনোভাব নিতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও হয় স্থানীয় দোকানদারদের এবং ক্লাবের সদস্যদের।গোটা এলাকা অগ্নিগর্ভ হয়ে উঠলে পুলিশ কোনরকমে পরিস্থিতি সামাল দেবার চেষ্টা করে।এডিডিএর জমির উপর থাকা স্থানীয় দোকানদাররা এডিডিএর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে হুঁশিয়ারি দেন পুনর্বাসন বিহীন উচ্ছেদ করা যাবে না আমাদের ।তাতে যা হবার হবে। স্থানীয় দোকানদাররা ও প্রচেষ্টা ক্লাবের কর্মকর্তা ও সদস্যদের অভিযোগ এডিডিএ দ্বিচারিতা করছে। তৃনমূল কংগ্রেসের পার্টি অফিস না ভেঙ্গে কেন আমাদের উপর অভিযান চালাচ্ছে। তাদের দাবি আগে তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙ্গা হোক তারপর কিন্তু আমাদের দোকানগুলি এবং ক্লাব উচ্ছেদের কথা ভাবুক এডিডিএ। এই দিনের ঘটনা প্রসঙ্গে প্রশ্ন করলে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস ব্যানার্জি কড়া মনোভাব দেখিয়ে বলেন কোন ভাবেই সরকারি কাজে বাধা দেওয়া বরদাস্ত করা হবে না। যারা সরকারি কাজে বাধা দিয়েছেন তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হবে। তাপস বাবু এইভাবেই তার কড়া অবস্থান স্পষ্ট করেন। তিনি বলেন সরকারের জমি অবৈধ দখলদারদের থেকে আমরা উদ্ধার করবো।এডিডিএর এই উচ্ছেদ অভিযান চলবে। প্রয়োজনে এর থেকে ও বড় পুলিশ পুলিশ বাহিনী নিয়ে গিয়ে আমরা সরকারের জমি উদ্ধার করবো।তাপস বাবু আরো বলেন আমরা যেখানে যেখানে অবৈধ দোকান উচ্ছেদ অভিযান করেছি সেখানে এডিডিএ সেখানে স্টল তৈরি করে দিয়েছে।এম এ এমসি তেও আমরা উচ্ছেদ অভিযান করেছি প্রায় কুড়িটা স্টল করে দিয়েছি। তবে এটা পরিষ্কার করে বলছি এডিডিএ জায়গায় যেখানে সেখানে ঝুপড়ি বসিয়ে দোকান করা যাবে না।আর এর পিছনে যদি শিক্ষিত মানুষ সরকারের জমি দখল করে দোকান ক্লাব বসাতে ইন্ধন দেন সেটাও বরদাস্ত করা হবে না। তৃণমূল কংগ্রেস দলীয় কার্যালয় প্রসঙ্গে তিনি বলেন ওটা কোপারেটিভের জায়গায় আছে। কোপারেটিভকে আমরা জায়গা দিয়েছি।তারা পার্টি অফিস যা খুশি করতে পারে সেখানে আমাদের কিছু বলার নেই।তাপস বাবু প্রশ্ন ছুঁড়ে দেন যারা ক্লাব করেন তারা সবাই সচেতন শিক্ষিত মানুষ ।আপনারা আপনাদের ছেলেমেয়েদের কি শেখাবেন। সরকারের জমি দখল করে ক্লাব করতে হয়! অবসর বিনোদন করতে সরকারের জমি দখল করে।ক্লাব অবসর বিনোদন করতে হলে জমি কিনে ক্লাব করুক ।