দুর্গাপুর পুরসভার উদ্যোগে স্বল্প ভাড়ার নুতন হলের উদ্ধোধন হলো

ব্যুরো নিউজ : আজ ২২ শে শ্রাবণ।কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। দুর্গাপুর পুরসভার উদ্যোগে কবি গুরু কে শ্রদ্ধা জানাতে দুর্গাপুর পুরসভার গ্রাউন্ড ফ্লোরে নুতন হলে এক মনোজ্ঞ অনুষ্ঠানের  আয়োজন করা হয়।সেই সঙ্গে দুর্গাপুর পুরসভার উদ্যোগে শীতাতাপ নিয়ন্ত্রিত বিধান চন্দ্র রায় নামাঙ্কিত হলের  এদিন  উদ্ধোধন করা হয়। উদ্ধোধন করেন মন্ত্রী প্রদীপ মজুমদার। জানা গেছে ১৬৫ আসন বিশিষ্ট এই হলটি ৬২ লক্ষ টাকা ৭৭হাজার টাকা ব্যয়ে  তৈরি করা হয়েছে। দুর্গাপুর পুরসভার মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখার্জি বলেন দুর্গাপুরের সংস্কৃতি মনস্ক মানুষের জন্য এই হলটি তৈরি করা হলো।যারা সৃজনীতে প্রোগাম করতে পারেন না আর্থিক কারণে তারা এই হলটিতে কম ভাড়ায় প্রোগাম করতে পারবে এবার থেকে। আমি সৃজনী অডিটোরিয়াম টি এমনিতেই সংস্কৃতি মনস্ক মানুষদের জন্য ভাড়া কম করে দিয়েছি। এরপর ও অনেকেই সৃজনী অডিটোরিয়ামের ভাড়া বহন করতে পারে না। তাদের কথা ভেবেই এই হলটি তৈরি করা হলো। এদিন হলের উদ্ধোধন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবস উপলক্ষে দুর্গাপুর পুরসভার মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখার্জির গাওয়া রবীন্দ্রনাথের গানের ভিডিও ক্লিপিং ও দেখানো হয় উপস্থিত সকলকে।

error: Content is protected !!