বাঁশকোপায় এসবিএসটিসি বাসের ধাক্কায় মৃত্যু হলো এক পথচারীর

ব্যুরো নিউজ : দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি বাসের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে  কাঁকসার বাঁশকোপা টোল প্লাজা সংলগ্ন জাতীয় সড়কের ওপর আসানসোলগামী রাস্তায়।
মৃত ব্যক্তির নাম সুভাষ মিশ্র ৪৮ বছর বয়সী মৃত ব্যক্তির বাড়ি কাঁকসার রাজবাঁধ এলাকায়।
এই ঘটনায় দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ওই বাসের চালককে গ্রেফতার করেছে কাঁকসা থানার পুলিশ ধৃত চালকের নাম আব্দুল হোসেন খান।
তার বাড়ি বাঁকুড়ায়।
ধৃত বাসের চালককে আজ দুপুরে মহকুমা আদালতে পেশ করা হবে।
কাঁকসা থানার পুলিশ সূত্রে জানা গেছে শনিবার রাত আটটা নাগাদ জাতীয় সড়ক ধরে কলকাতা থেকে বাঁকুড়া যাওয়ার পথে একটি দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস বাঁশকোপা সংলগ্ন এলাকায় এক পথচারীকে ধাক্কা মারে।
কাঁকসা থানার পুলিশ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় ওই পথচারীকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে। মহকুমা হাসপাতালে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে।
এই ঘটনায় ঘাতক বাসটিকে আটক করেছে কাঁকসা থানার পুলিশ পাশাপাশি বাসের চালককে গ্রেফতার করে আজ মহকুমা আদালতে পেশ করা হবে বলে, কাঁকসা থানার পুলিশ সূত্রে জানা গেছে। পাশাপাশি মৃতদেহ আজ সকালে ময়নাতদন্তের জন্য মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

error: Content is protected !!