ব্যুরো নিউজ : আগামীকাল বৃহস্পতিবার বিকেল তিনটেয় কল্পতরু মেলা ময়দানে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর হবার কথা। কিন্তু বুধবার সকাল পর্যন্ত ডিপিএল কর্তৃপক্ষ মাঠ ব্যবহার করার কোন অনুমতি দেয়নি। কল্পতরু মেলা ময়দানটি দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের। স্বাভাবিকভাবেই ডিপিএল কর্তৃপক্ষ অনুমতি না দিলে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকেও কল্পতরু মাঠে কোনরকম মিটিং করা বা সমাবেশ করা যাবে না বলে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে বিজেপির কর্মকর্তারাদের। অথচ বিজেপি পশ্চিম বর্ধমান জেলা নেতৃত্বের দাবি কল্পতরু মেলা ময়দানে বিজেপির বৃহস্পতিবারের সভাকে ঘিরে অনুমতির চিঠি দেওয়া হয়েছে ২৭ শে জুলাই।
কোন উত্তর দেয়নি ডিপিএল কর্তৃপক্ষ। অভিযোগ। শুভেন্দু অধিকারী আসছেন বলেই জনসভার অনুমতি দেওয়া হয়নি।এর প্রতিবাদে বুধবার সকালে সকালে বিজেপি বিধায়ক লক্ষন ঘড়ুই এর নেতৃত্বে বিজেপি কর্মীরা ডিপিএলের প্রশাসনিক ভবন গিয়ে বিক্ষোভ দেখায়।ডিপিএলের নিরাপত্তা রক্ষীরা তাদের ঢুকতে না দিলে দুপক্ষের মধ্যে প্রবল উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশ ছুটে এসে পরিস্থিতি সামাল দেয়।শেষমেষ পুলিশের মধ্যস্থতায় বিজেপির পাঁচজন সদস্য ডিপিএল প্রশাসনিক ভবনে গিয়ে ডিপিএলের মুখ্য আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করে ডিপিএল মাঠের সভার জন্য অনুমোদন চায়। জানা গেছে ডিপিএল কর্তৃপক্ষ ডিপিএল মাঠের রাজনৈতিক সভার জন্য অনুমোদন দিতে অস্বীকার করে। এদিকে বিজেপি বিধায়ক লক্ষন ঘড়ুই উপস্থিত সাংবাদিকদের বলেন আমাদের ডিপিএলের মুখ্য আধিকারিক মৌখিক অনুমতি দিয়েছেন কিন্তু লিখিত অনুমতি দেননি। এই বিষয়ে ডিপিএলের মুখ্য জনসংযোগ আধিকারিক স্বাগতা মিত্র পরিষ্কার করে দেন কল্পতরু মাঠে মেলা উৎসব পুজো ছাড়া ডিপিএলের নিয়মে সভার জন্য কোন অনুমতি দেওয়া হয়না। তাহলে বিজেপি বিধায়ক লক্ষন ঘড়ুই দাবি করছেন বৃহস্পতিবার কল্পতরু মাঠে বিজেপি জনসভা করবে। তাহলে!ডিপিএলের মুখ্য জনসংযোগ আধিকারিক স্বাগতা মিত্র বলেন ফের বলেন সেটা উনাদের ব্যাপার।ডিপিএল কোন অনুমতি দেয়নি সভা করার।