ব্যুরো নিউজ : অন্ডালের খান্দরা পঞ্চায়েতের মুকুন্দপুর গ্রামে একটি নবনির্মিত আট চালার উদ্বোধন করলেন আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা রানীগঞ্জ বিধানসভার বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় ।আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা এডিডিএ এর আর্থিক অনুদানে আট চালাটি তৈরি হয়েছে মুকুন্দপুর গ্রামের অখিলেশ্বর শিব মন্দির চত্বরে । খরচ হয়েছে কুড়ি লক্ষ ৬২ হাজার টাকা। এদিনের উদ্বোধন অনুষ্ঠানে তাপস বাবু ছাড়াও উপস্থিত ছিলেন উন্নয়ন পর্ষদের চিফ এক্সিটিভ অফিসার অভিজিৎ সামন্ত, খান্দরা গ্রাম পঞ্চায়েতের বিদায়ী প্রধান শ্যামলেন্দু অধিকারী সহ অন্যরা ।
উদ্বোধন শেষে তাপস বন্দ্যোপাধ্যায় জানান গ্রামবাসীদের সুবিধার কথা ভেবেই এই আটচালাটি নির্মাণ করা হয়েছে । গ্রামের মানুষ এই আটচালাটি বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করতে পারবে । এটি গ্রামের সম্পদ, একে রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রামবাসীদের বলে জানান তাপস বাবু ।