ঝাড়খন্ডের চুরি যাওয়া লরি উদ্ধার হলো কাঁকসায়

 

 

 

ব্যুরো নিউজ : ঝাড়খন্ড থেকে চুরি হওয়া লরি উদ্ধার হল কাঁকসায়।

এই ঘটনায় জড়িত থাকার অভিযোগ এক লরি চালককে গ্রেফতার করে কাঁকসা থানার পুলিশ। ধৃত লরি চালকের নাম শহীদ কুমার। ধৃত লরি চালকের বাড়ি বিহারের ভাগলপুর এলাকায়।

ধৃত লরি চালককে মঙ্গলবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হবে।

কাঁকসা থানার পুলিশ সূত্রে জানা গেছে

সোমবার সন্ধ্যায় লরিটি দুর্গাপুর থেকে পানাগড় আসার পথে কাঁকসার আন্ডার পাশে কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশের সন্দেহ হলে। লরির চালকের কাছে বৈধ লাইসেন্স দেখতে চাইলে লরির চালকের লাইসেন্স এর ডেট ফেল থাকায়। চালককে জরিমানা করা হলে।

কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশের করা জরিমানার মেসেজ যায় লরির মালিকের মোবাইলে।

এরপরই লরির মালিক ঝাড়খণ্ডের বাসিন্দা মুকেশ প্রসাদ কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশের সাথে যোগাযোগ করে তিনি জানান তার লরি বেশ কিছুদিন আগে চুরি হয়ে যায়। এই বিষয়ে তিনি স্থানীয় থানায় অভিযোগও জানিয়েছেন।

ট্রাফিক গার্ডের পুলিশ ওই লরিটিকে ধাওয়া করে পানাগড় বাজার থেকে লরি সহ চালককে আটক করে কাঁকসা থানার পুলিশের হাতে তুলে দেয়।

কাঁকসা থানার পুলিশ চালককে জিজ্ঞাসাবাদ করার পর সোমবার গভীর রাত্রে চালককে গ্রেফতার করে এবং লরিটিকে আটক করে।

error: Content is protected !!