ব্যুরো নিউজ : দুর্গাপুরের পলাশ ডিহার ডিএসপি জমিতে জবরদখল বসবাসকারীরা ডিএসপির উচ্ছেদ নোটিশের বিরুদ্ধে ফের মিছিল বের করে বিক্ষোভ দেখালো। মঙ্গলবার সকালে দুর্গাপুর ইস্পাত কারখানার টাউন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসের সামনে বিক্ষোভ দেখায়। আমাদের পুনর্বাসন চাই নচেৎ উচ্ছেদ নয় এই দাবিতে সরব হয় আন্দোলনকারীরা। জবরদখলকারীরা বলেন আমরা ৪০-৫০বছর পলাশ ডিহায় বসবাস করছি। এতদিন ডিএসপি কর্তৃপক্ষ আমাদের উচ্ছেদ করেনি এখন উচ্ছেদ নোটিশ কেন দিল আমাদের। আমরা পুনর্বাসন চাই নাহলে আমরা কোনভাবেই এই জমি ছাড়বো না। এদিনের এই বিক্ষোভ মিছিলে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রচুর পুলিশ এবং সিআই এস এফ মোতায়েন করা হয়।