৩১শে জুলাই মহম্মদ রফির স্মরনে সঙ্গীতানুষ্ঠান দুর্গাপুরের রবীন্দ্র ভবনে

ব্যুরো নিউজ : ১৯৮০ সালের ৩১ শে জুলাই মৃত্যু হয় প্রখ্যাত সঙ্গীত শিল্পী মহম্মদ রফির। রফি ভক্ত এবং সঙ্গীত প্রেমী মানুষের কাছে এই দিনটি একটি বিশেষ দিন।সারা দেশে জুড়ে ই রফি ভক্ত সঙ্গীত প্রেমী মানুষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে মহম্মদ রফির গাওয়া গানের মধ্যে দিয়ে দিনটিকে স্মরণীয় করে রাখলেন। দুর্গাপুরে ও প্রতিবছর এই দিনটিতে রফি ফ্যান ক্লাবের পরিচালনায় মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়।এবার ও মহম্মদ রফি ফ্যান ক্লাবের পরিচালনায় আগামী ৩১ জুলাই সন্ধ্যায় দুর্গাপুরের ইস্পাত নগরীর এজোনের রবীন্দ্র ভবনে  গানে গানে শ্রদ্ধাঞ্জলি  আয়োজন করা হয়েছে। কলকাতা দুর্গাপুর রানীগঞ্জ আসানসোল সহ পার্শ্ববর্তী অঞ্চলের জনপ্রিয় সব রফি কন্ঠী এদিন    মহম্মদ রফিকে‌গানের মধ্যে দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে দুর্গাপুর রফি ফ্যান ক্লাবের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তারা ৩১ শে জুলাই সন্ধ্যায় রবীন্দ্র ভবনে অনুষ্ঠানটি হতে চলেছে সেকথা জানান।

দুর্গাপুর রফি ফ্যান ক্লাবের সভাপতি বিশিষ্ট রফি কন্ঠী পঙ্কজ কুমার শ্রীবাস্তব। অনুষ্ঠান সাফল্যমন্ডিত করতে রফি ফ্যান ক্লাবের সদস্যরা মধ্যে জোর তৎপরতা শুরু করেছে। চুড়ান্ত পর্যায়ের প্রস্তুতি চলছে ‌। দুর্গাপুর রফি ফ্যান ক্লাবের আরেক গুরুত্বপূর্ণ কর্মকর্তা অভিজিৎ দাস বলেন  শিল্পীর মৃত্যু হয়না।তার গানের মধ্যেই  শিল্পী বিরাজমান।আমরা অনুষ্ঠানটি প্রবেশ অবাধ করেছি যাতে রফির গুনমুগ্ধ ভক্তরা সকলে রবীন্দ্র ভবনে এসে অমর শিল্পী রফির গাওয়া বিভিন্ন জনপ্রিয় গান শোনার মধ্য দিয়ে ও শিল্পীকে শ্রদ্ধা জানাতে পারেন।

error: Content is protected !!