ব্যুরো নিউজ : দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ দুর্গাপুর ইস্পাত নগরীতে জবরদখল উচ্ছেদ অভিযান জারি রেখেছে।এক ই সঙ্গে দুর্গাপুর ইস্পাত কারখানা সংলগ্ন বিস্তৃত জমি ও উদ্ধারের জন্য উচ্ছেদ নোটিশ জারি করে।আর এই উচ্ছেদ নোটিশ কে শুরু হয়েছে এলাকায় আতঙ্ক। মঙ্গলবার ফরিদপুরের ছাতিমতলা ক্লাবের উদ্যোগে অরাজনৈতিক ব্যানারে একটি এই বিষয়ে প্রতিবাদ সভা হয়। দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের দেওয়া উচ্ছেদ নোটিশে স্থানীয় মানুষ সরব হন।
সভার এক বক্তা বিট্টু সান্যাল বলেন এই এলাকায় কেউ ৭০ বছর কেউ ৬০ আবার কেউ ৫০ বছর বসবাস করছেন। হঠাৎ করে ডিএসপি কর্তৃপক্ষ উচ্ছেদ নোটিশ ধরিয়ে দিয়ে সকলকে উচ্ছেদ করতে চায়।ডিএসপি এটা তাদের জমি আগে সেটা প্রমাণ করুক তার পর উচ্ছেদ অভিযান করবে। বিট্টু সান্যাল বলেন বাড়ি ঘর এদের ভেঙ্গে গুড়িয়ে দিলে এইসব গরীব মানুষ যাবে কোথায় সেটাই বেশ দুশ্চিন্তার বিষয়।এই জমি উচ্ছেদ অভিযান রুখতে আমরা আইনের দ্বারস্থ হবো।যা করতে হয় তাই করবো।