ব্যুরো নিউজ : শনিবার ২২শে জুলাই সন্ধ্যায় দুর্গাপুরের সৃজনী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল বিশিষ্ট সঙ্গীত শিল্পী মনোময় ভট্টাচার্যের সঙ্গীতানুষ্ঠান। দুর্গাপুরের স্বনামধন্য সামাজিক সংগঠন আরাধনা কালচারাল একাডেমীর পক্ষ থেকে এই সঙ্গীতানুষ্ঠানটির আয়োজন করা হয়। সারা সপ্তাহ ব্যস্ত থাকার পর উইকেন্ডে গান পাগল মানুষ শুনলেন সুরের মূর্ছনায় হৃদয় জুড়ে মনোময় । মনোময় ভট্টাচার্যের গলায় কালজয়ী সব গান শুনে মুগ্ধ আট থেকে আশি। অনুষ্ঠানের সূচনা পর্বে বিশিষ্ট দের সম্বর্ধনা দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে। আবার শিল্পী মনোময় ভট্টাচার্য কেও সম্মানিত করা হয় আরাধনা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এবং কালচারাল একাডেমীর পক্ষ থেকে।এডিডিএ র ভাইস চেয়ারম্যান কবি দত্ত ও শিল্পীকে সম্মানিত করেন এদিন। শিল্পী মনোময় ভট্টাচার্য আরাধনা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এবং কালচারাল একাডেমী সহ সংস্কৃতি মনস্ক দুর্গাপুর বাসীকে ধন্যবাদ জানান।গানের রিদম আর শ্রোতা দর্শকদের আবেগে ভাসল গোটা সৃজনী অডিটোরিয়াম।তিল ধরার জায়গা ছিল না সৃজনীতে। তবে সুশৃঙ্খল ভাবেই সমগ্র অনুষ্ঠান টি সম্পন্ন হয়।কোন বিশৃংখলার খবর নেই।
আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী দিনেও আরো বড়ো আকারে বিশিষ্ট সব শিল্পী এনে মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান করা হবে দুর্গাপুরের সঙ্গীত প্রেমী দের জন্য।