বিশেষ সংবাদদাতা , দুর্গাপুর : পিকআপ ভ্যান আটকে গরু পাচার আটকালো বিজেপির যুব মোর্চার কর্মীরা। বৃহস্পতিবারের ঘটনা।অভিযোগ গরু পাচারকারীদের দড়ি দিয়ে বেঁধে রেখে লাঠিপেটা করে বিজেপি যুব মোর্চার কর্মীরা। বিজেপি যুব মোর্চার কর্মীদের অভিযোগ কোন বৈধ কাগজপত্র পাওয়া যায়নি গরু পাচারকারীদের কাছ থেকে। জানা গেছে ২২ টি গরু বাঁকুড়ার হাট আশুরিয়া থেকে দুর্গাপুরের উদ্দেশ্যে আসছিল। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।