বিশেষ সংবাদদাতা ,দুর্গাপুর : দুর্গাপুরের এক বেসরকারি কারখানায় বৃহস্পতিবার দুপুরে হঠাৎ কুলিং লাইন বিকট শব্দে বিষ্ফোরণ হয়। কুলিং লাইন বিষ্ফোরণে দুই এক টুকরো ছিটকে পড়ে স্থানীয় বস্তিতে।এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন কারখানার পাশের বস্তির বাসিন্দারা। অসমর্থিত সূত্রের খবর দুই জন আহত হন এই ঘটনায়।
বস্তির বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন এবং কারখানার গেটে বিক্ষোভ দেখায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।