বাঁশকোপা টোল প্লাজার কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূল কংগ্রেস নেতার বিরুদ্ধে

বিশেষ সংবাদদাতা ,কাঁকসা :  বাঁশকোপায় টোল প্লাজায়  টোল কর্মীদের মারধর করার অভিযোগের তীর কাঁকসার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য পান্না ঘোষের  বিরুদ্ধে।এই  ঘটনায়  এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। টোল প্লাজার কর্মীদের অভিযোগ, টোল প্লাজায় ইউনিয়ন রয়েছে ।কোন সমস্যায় ইউনিয়নের সঙ্গে আমরা আলোচনা করে তা মেটাই। কিন্তু অহেতুক  টোল প্লাজা কে নিজের কব্জায় আনতে প্রায় হুমকি দেয় তৃণমূল কংগ্রেস নেতা পান্না ঘোষ। বৃহস্পতিবার আচমকা বাইরে থেকে দলবল নিয়ে এসে তৃণমূল কংগ্রেস নেতা পান্না ঘোষ  চড়াও হয় টোল প্লাজার কর্মীদের উপর ।ব্যাপক মারধর করে কর্মীদের। হুমকি দেয়।এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।যার বিরুদ্ধে অভিযোগ সেই পান্না ঘোষ সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন আমি যা বলার আমার দলের অভিভাবক মন্ত্রী প্রদীপ মজুমদার এবং দলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী কে বলবো।

error: Content is protected !!