বিশেষ সংবাদদাতা, দুর্গাপুর : চাষের জন্য গরু আনা হচ্ছিল। বিজেপি কর্মীরা ওদের গাড়ি আটকে মারধর করে।আমরা এর প্রতিবাদে কোক ওভেন থানায় অভিযোগ দায়ের করলাম।২৪ ঘন্টার মধ্যে ওদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী একথা বলেন ।বৃহস্পতিবার দুপুরে বাঁকুড়ার বড়জোড়ার হাট আশুরিয়া এলাকা থেকে একটি পিকআপ ভ্যানে করে দামোদর ব্যারেজ হয়ে দুর্গাপুরে ঢুকতেই বিজেপি যুব মোর্চার কর্মীরা পিক আপ ভ্যানটিকে আটকায়। গাড়ির চালক সহ গরুর ক্রেতাদের মারধর করা হয় বলে অভিযোগ। গরু গুলি ছেড়ে দেওয়া হয়।দুর্গাপুরের গ্যামন ব্রিজ ধরে গাড়িটি জেমুয়া এলাকায় গরু গুলিকে নিয়ে যাওয়া যাচ্ছিল বলে নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান। তাদের অত্যাচার করা হয়েছে।আমরা দোষীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।নরেন্দ্র নাথ চক্রবর্তী বলেন নিরিহ লোকের উপর অকথ্য অত্যাচার করা হচ্ছে। বিজেপি কর্মীরা তালিবানী শাসন চালাচ্ছে বলে অভিযোগ করেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী।