বিশেষ প্রতিনিধি, দুর্গাপুর : গনেশ স্মৃতি সংঘের পরিচালনায় ৩১ বর্ষতম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে চলছে।রবিবার দুর্গাপুরের কুরুড়িয়া ডাঙ্গায় গনেশ স্মৃতি সংঘ ক্লাবে এই সংক্রান্ত এক সাংবাদিক সম্মেলন হয়। ক্লাবের সম্পাদক পার্থ প্রতীম এবং টুর্নামেন্ট কমিটির সম্পাদক নির্মল মাজি উপস্থিত ছিলেন সাংবাদিক সম্মেলনে। গনেশ স্মৃতি সংঘ ক্লাবের সম্পাদক পার্থ প্রতীম জানান, প্রতিবছর তাদের এই খেলাটি হয় খেলা দিবস ১৬ই আগস্ট শুরু হলেও। এ বছর দুর্গাপুজোর কারনে ৯ ই আগস্ট খেলাটি শুরু হবে। খেলায় ১৬ টি দল অংশগ্রহণ করবে ,
খেলায় বিজয়ী দলকে ১ লক্ষ টাকা ও বিজিত দলকে ৮০ হাজার টাকা পুরস্কৃত করা হবে। পাশাপশি ম্যান অব দ্যা ম্যাচ ও ম্যান অব দ্যা সিরিজের জন্য থাকছে বিশেষ পুরষ্কার।