দুর্গাপুরের ভকৎ সিং স্টেডিয়ামে উন্নত মানের সুইমিং পুল তৈরির শিলান্যাস হলো

নিজস্ব প্রতিনিধি,  দুর্গাপুর :   একটি অত্যাধুনিক এবং জাতীয় স্তরের সুইমিং পুল পেতে চলছে দুর্গাপুরের মানুষ। দুর্গাপুরের ভকৎ সিং স্টেডিয়ামে এই সুইমিং পুল টি করা হবে। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের  সহযোগিতায় এই সুইমিং পুল টি করা হবে। মন্ত্রী প্রদীপ মজুমদার এই সুইমিং পুল টি তৈরির উদ্যোগ নেন। মন্ত্রীর ইচ্ছাকে বাস্তবায়ন করতে উদ্যোগী হয় আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। শনিবার শিলান্যাস হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, এ ডি ডি এ র চেয়ারম্যান কবি দত্ত, এস বি এস টি সির চেয়ারম্যান সুভাষ মন্ডল। জানা গেছে দক্ষ প্রশিক্ষক দিয়ে এখানে সমস্ত বয়সের সুইমিং প্রশিক্ষণ দেওয়া হবে।

error: Content is protected !!