বনধে নেতৃত্ব দেওয়ার কাজে যোগদানে বাধার অভিযোগ সিটু নেতার

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর : সিটু নেতাকে কাজে যেতে বাধা দেওয়ার অভিযোগে সাংবাদিক সম্মেলন করলেন সিটু নেতারা। দুর্গাপুরের সিটু নেতারা চাঞ্চল্যকর অভিযোগ করলেন তিন নম্বর ব্লক তৃণমূলের সহ-সভাপতির বিরুদ্ধে।  এই খবর শোনার পর প্রতিক্রিয়ায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানান প্রশাসন নিশ্চয় ব্যবস্থা গ্রহণ করবে । সিটু নেতাদের অভিযোগকে ভিত্তি হীন দাবি তিন নম্বর ব্লক তৃণমূলের সহ-সভাপতি রিন্টু পাঁজার। চলতি মাসের গত ৮ তারিখ কেন্দ্রীয় শ্রম কোড বাতিলের দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছিল কেন্দ্রীয় ১০ টি শ্রমিক সংগঠন এবং শিল্প ফেডারেশন। দুর্গাপুরে ধর্মঘটে নেতৃত্ব দিয়েছিলেন সিপিএম শ্রমিক সংগঠন সিটুর জেলা জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সিদ্ধার্থ বসু।  সিদ্ধার্থ বসু দুর্গাপুরের লেনিন সরণির বেসরকারি ইস্পাত কারখানার একজন স্থায়ী কর্মী। ধর্মঘটে নেতৃত্ব দেওয়ায় কারখানার কাজে যোগ দিতে না দেওয়ার অভিযোগ ৩নং ব্লক তৃণমূলের সহ সভাপতি রিন্টু পাঁজার বিরুদ্ধে। সিদ্ধার্থ বসুর অভিযোগ,” আমি ধর্মঘটে নেতৃত্ব দিয় তাই কাজে যোগ দিতে বাধা দেওয়া হয় আমাকে। রিন্টু পাঁজা সিটু নেতাদের অভিযোগ অস্বীকার করেছেন।

error: Content is protected !!