বনধে প্রভাব পড়লো না দুর্গাপুর শিল্পাঞ্চলে

নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর : বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের  শ্রম নীতির  বিরুদ্ধে ডাকা বিরোধী দলের ডাকা বনধে তেমন প্রভাব পড়লো না দুর্গাপুর শিল্পাঞ্চলে। দুর্গাপুরের বাজার হাট ছিল স্বাভাবিক।অফিস কাছারি অন্য দিনের মতোই স্বাভাবিক ছিল উপস্থিতির হার। কলকারখানায় স্বাভাবিক উপস্থিতির হার। রাস্তায় যানবাহন চলাচল ছিল অন্য দিনের মতো স্বাভাবিক। সামান্য কিছু দোকান বাম কর্মীরা বন্ধ করার চেষ্টা করলে তৃনমূল কর্মীরা রাস্তায় নেমে দোকান পাট খোলার আবেদন করেন ব্যবসায়ীদের। এদিন বনধ কারীরা দলীয় পতাকা নিয়ে সাতসকালে দুর্গাপুর রেলস্টেশন অবরোধ করে রেল চলাচল বন্ধ করার চেষ্টা করলে রেল পুলিশ হটিয়ে দেয় বনধ কারীদের। বনধ সফল করতে দুর্গাপুরের বাঁকুড়া মোড় এবং দুর্গাপুর বাস স্ট্যান্ড অবরোধ করার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়।হটিয়ে দেয় বনধ কারীদের।  দুর্গাপুরের বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেস কর্মীরা বনধ ব্যর্থ করতে রাস্তায় নামে এদিন।বনধ কে কেন্দ্র করে বড়সড় অশান্তি ঘটেনি এদিন দুর্গাপুরে।

error: Content is protected !!