পাইপ ফেটে বিপত্তি মামড়ার সিদ্ধেশ্বরী কালী মন্দির এলাকায় জল নেই,ক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর : প্রবল বর্ষনের মধ্যে পানীয় জলের আকাল। হঠাৎ কলে জল নেই। এলাকার মানুষের নাজেহাল অবস্থা ।২৪ নম্বর ওয়ার্ডের মামড়া সিদ্ধেশ্বরী কালী মন্দির এলাকায় এই নিয়ে ক্ষোভ স্থানীয় মানুষের। খবর শুনে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলো দুর্গাপুর নগর নিগম।  ২৪ নম্বর ওয়ার্ডের মামড়া এলাকায় এডিডিএ র  রাস্তা নির্মাণের জন্য নগর নিগমের পাইপলাইন ফেটে যায়। এতেই বিপত্তি। ফাটা পাইপ দিয়ে  সব জল বেরিয়ে যায়।তাই মামড়ার সিদ্ধেশ্বরী কালী মন্দির এলাকায় জল পৌঁছায়নি। স্থানীয় কাউন্সিলর দীপু লাহা বিষয়টি দেখার আশ্বাস দেন।

error: Content is protected !!